ফরিদপুরের সালথা থেকে তিন চাকা বিশিষ্ট মাহিন্দ্র মানক গাড়ি চলছিছো দীর্ঘদিন ধরে। এই গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা নেয়া করতো। চালকদের বেপরোয়া চলাচলার কারণে ঘন ঘন দুর্ঘটনার স্বীকার হতো যাত্রীরা। গত এক মাসেই সড়ক দুর্ঘটনায় ঝরেছে অনেকগুলো তাজা প্রাণ। তখনই নড়েচড়ে বসে এলাকার লোকজন, এই মাহিন্দ্র বন্ধ করার দাবি জানন তারা এবং সেই সঙ্গে মিনি বাস চলাচলের দাবি জানন এলাকাবাসী। তারই প্রেক্ষিতে আজ গত বুধবার আনুষ্ঠানিকভাবে পুনরায় এই বাস চলাচল শুরু করে। ফরিদপুর জেলা শহর থেকে মিনিবাস সালথার উদ্দেশ্য ছাড়লে এলাকায় আনন্দ মিছিল করেন কিছু সচেতন নাগরিক।
একটি মিনিবাস ফরিদপুর থেকে ছেড়ে সালথা উপজেলা পরিষদের সামনে আসলে উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো. মাসম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, ও মিনিবাস মালিক সমিতির লোকজনসহ স্থানীয় শতাধিক সচেতন নাগরিকের উপস্থিতিতে ফিতা কেটে বাস চলাচলের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাস চলাচলে ড্রাইভার দের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।
বুধবার, ১২ মার্চ ২০২৫
ফরিদপুরের সালথা থেকে তিন চাকা বিশিষ্ট মাহিন্দ্র মানক গাড়ি চলছিছো দীর্ঘদিন ধরে। এই গাড়িগুলো জেলা শহরে যাত্রী আনা নেয়া করতো। চালকদের বেপরোয়া চলাচলার কারণে ঘন ঘন দুর্ঘটনার স্বীকার হতো যাত্রীরা। গত এক মাসেই সড়ক দুর্ঘটনায় ঝরেছে অনেকগুলো তাজা প্রাণ। তখনই নড়েচড়ে বসে এলাকার লোকজন, এই মাহিন্দ্র বন্ধ করার দাবি জানন তারা এবং সেই সঙ্গে মিনি বাস চলাচলের দাবি জানন এলাকাবাসী। তারই প্রেক্ষিতে আজ গত বুধবার আনুষ্ঠানিকভাবে পুনরায় এই বাস চলাচল শুরু করে। ফরিদপুর জেলা শহর থেকে মিনিবাস সালথার উদ্দেশ্য ছাড়লে এলাকায় আনন্দ মিছিল করেন কিছু সচেতন নাগরিক।
একটি মিনিবাস ফরিদপুর থেকে ছেড়ে সালথা উপজেলা পরিষদের সামনে আসলে উপজেলা নির্বাহী অফিসার আনিচুর রহমান বালী, সহকারী কমিশনার ভূমি মো. মাসম বিল্লাহ, সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, ও মিনিবাস মালিক সমিতির লোকজনসহ স্থানীয় শতাধিক সচেতন নাগরিকের উপস্থিতিতে ফিতা কেটে বাস চলাচলের শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বাস চলাচলে ড্রাইভার দের দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন।