রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় ৪ আসামীকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাসিম এ রায় প্রদান করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী পিপি আফতাব উদ্দিন জানান, সাক্ষ্য-প্রমান দিয়ে সন্দেহাতীত ভাবে মামলা প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক ৪ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন ভিকটিম খোরশেদ আলমের পরিবার। অপরদিকে আসামী পক্ষের আইন জিবী আব্দুর রশীদ চৌধুরী এ্যাডভোকেট জানান, তার মক্কেল ন্যায় বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
রংপুরের কাউনিয়ায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাবসায়ী খোরশেদ আলম হত্যা মামলায় ৪ আসামীকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।মঙ্গলবার দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাসিম এ রায় প্রদান করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনাকারী আইনজিবী পিপি আফতাব উদ্দিন জানান, সাক্ষ্য-প্রমান দিয়ে সন্দেহাতীত ভাবে মামলা প্রমানিত হওয়ায় বিজ্ঞ বিচারক ৪ আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন ভিকটিম খোরশেদ আলমের পরিবার। অপরদিকে আসামী পক্ষের আইন জিবী আব্দুর রশীদ চৌধুরী এ্যাডভোকেট জানান, তার মক্কেল ন্যায় বিচার পাননি। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করা হবে।