শরীয়তপুরের গোসাইরহাটে নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাখেত থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাটে নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারী এবং এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়। মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স আনুমানিক ৪ বছর বলে ধারণা করছে পুলিশ। গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নারী এবং শিশুটির নাম-পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাখেত থেকে আবুল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণ পাড়া মহল্লায় নিজ বাড়ির পাশে জনৈক রিয়াজুলের ভুট্টাখেত থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৭ মার্চ (শুক্রবার) আবুল হোসেন নিখোঁজ হন। পরে গত ১০ মার্চ (সোমবার) তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিহত আবুল হোসেন সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণ পাড়া মহল্লার মৃত হাশেমের ছেলে ও দুই সন্তানের জনক। পেশায় তিনি একজন অটোরিকশা চালক হলেও অনেক ভালো বাঁশি এবং ঢোল বাজাতে পারতেন। মরদেহের সুরতহাল রিপোর্টকারী তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম বলেন, মরদেহটি পচে যাওয়ায় প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
শরীয়তপুরের গোসাইরহাটে নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাখেত থেকে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
শরীয়তপুর : শরীয়তপুরের গোসাইরহাটে নদীর পাড় থেকে অজ্ঞাত এক নারী এবং এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকালে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মশুরগাঁও এলাকা থেকে মরদেহদুটি উদ্ধার করা হয়। মৃত নারীর বয়স আনুমানিক ৩০ বছর এবং শিশুটির বয়স আনুমানিক ৪ বছর বলে ধারণা করছে পুলিশ। গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলম বলেন, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নারী এবং শিশুটির নাম-পরিচয় শনাক্ত করার কাজ চলছে।
সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৫ দিন পর ভুট্টাখেত থেকে আবুল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণ পাড়া মহল্লায় নিজ বাড়ির পাশে জনৈক রিয়াজুলের ভুট্টাখেত থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ৭ মার্চ (শুক্রবার) আবুল হোসেন নিখোঁজ হন। পরে গত ১০ মার্চ (সোমবার) তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিহত আবুল হোসেন সিংগাইর পৌর এলাকার আজিমপুর দক্ষিণ পাড়া মহল্লার মৃত হাশেমের ছেলে ও দুই সন্তানের জনক। পেশায় তিনি একজন অটোরিকশা চালক হলেও অনেক ভালো বাঁশি এবং ঢোল বাজাতে পারতেন। মরদেহের সুরতহাল রিপোর্টকারী তদন্ত কর্মকর্তা এসআই রেজাউল করিম বলেন, মরদেহটি পচে যাওয়ায় প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে তার মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ঘটনায় থানায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।