ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছেন।বুধবার সকালে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে যান সেনাবাহিনীর প্রশিক্ষণ দল।
পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন কর্তৃক ব্যবহ্নত বিষ্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি পরিদর্শন করেন।
সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তাগণ পুলিশের অধীনে বিষ্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভান্ডার, বোম ডাটা সেণ্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেণ্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেণ্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।
বুধবার, ১২ মার্চ ২০২৫
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) তালেবুর রহমান জানিয়েছেন, সেনাবাহিনীর একটি প্রশিক্ষণার্থী দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করেছেন।বুধবার সকালে মিন্টো রোডে অবস্থিত সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শনে যান সেনাবাহিনীর প্রশিক্ষণ দল।
পরিদর্শনকালে বাংলাদেশের বিভিন্ন নিষিদ্ধ সংগঠন কর্তৃক ব্যবহ্নত বিষ্ফোরক ও আইইডি নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। তারা বোম্ব ডিসপোজাল ইউনিটের ব্যবহৃত বিভিন্ন উপকরণ স্যুট, অত্যাধুনিক রোবট, আধুনিক টিসিভি পরিদর্শন করেন।
সেনাবাহিনীর প্রশিক্ষণ দলে থাকা কর্মকর্তাগণ পুলিশের অধীনে বিষ্ফোরক, বোমা সংক্রান্ত তথ্য ভান্ডার, বোম ডাটা সেণ্টারের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং ভবিষ্যতে এই বোম্ব ডাটা সেণ্টার ও বাংলাদেশ সেনাবাহিনীর বোম্ব ডাটা সেণ্টারের মধ্যে তথ্য বিনিময়ের প্রয়োজনীয়তা ব্যক্ত করেন। প্রশিক্ষণ দলের কর্মকর্তাগণ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণ ও মহড়ায় পুলিশ সদস্যদের আমন্ত্রণ জানান।