জানা যায়, সোমবার দুপুর সাঁড়ে বারোটার দিক গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি টিম মো. আলামিন মিয়া ওরফে নিঝুমকে গ্রেপ্তার করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোয়ালন্দ পৌর ৪ ওয়ার্ডের সাধারণ সম্পাদক। গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানোর মামলার আসামী।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো, আলামিন মিয়া ওরফে নিঝুমকে পৌরসভার জুড়ান মোল্লারপাড়া মহল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
জানা যায়, সোমবার দুপুর সাঁড়ে বারোটার দিক গোয়ালন্দ ঘাট থানার পুলিশের একটি টিম মো. আলামিন মিয়া ওরফে নিঝুমকে গ্রেপ্তার করে। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোয়ালন্দ পৌর ৪ ওয়ার্ডের সাধারণ সম্পাদক। গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেইট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণসহ নানা ধরনের অস্ত্র দিয়ে হামলা চালানোর মামলার আসামী।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম ও (ওসি তদন্ত) উত্তম কুমার ঘোষ জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো, আলামিন মিয়া ওরফে নিঝুমকে পৌরসভার জুড়ান মোল্লারপাড়া মহল্লায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।