ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপের ফলে দুজন আহত হয়েছেন, যাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহের ব্যানারে একটি মিছিল বের করে। অন্যদিকে, ‘দেশে অরাজকতা ও শাহবাগীদের গ্রেপ্তারের’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখা বিক্ষোভের আয়োজন করে।
বাম গণতান্ত্রিক জোটের দাবি, তাঁদের মিছিল থেকে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানানো হয়। মিছিলটি টাউন হলের দিকে যাওয়ার সময় নতুনবাজার এলাকায় হামলার শিকার হয়। এ ঘটনায় ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক আরিফুল হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফ্রন্টের সহসভাপতি অর্ণব দাস আহত হন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাহার মজুমদার বলেন, "আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। কিন্তু আমাদের পেছন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা হামলা চালায়। পরে ইসলামী আন্দোলনের কিছু কর্মীও যুক্ত হয়। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে বিষয়টি পরিষ্কার করতে চাই।"
অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াস বলেন, "শাহবাগীদের বিরুদ্ধে আমাদের মিছিল চলছিল। পথে বামদের সঙ্গে বাগ্বিতণ্ডা হলে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।"
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
ময়মনসিংহে বাম গণতান্ত্রিক জোটের মিছিলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটপাটকেল নিক্ষেপের ফলে দুজন আহত হয়েছেন, যাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহের ব্যানারে একটি মিছিল বের করে। অন্যদিকে, ‘দেশে অরাজকতা ও শাহবাগীদের গ্রেপ্তারের’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখা বিক্ষোভের আয়োজন করে।
বাম গণতান্ত্রিক জোটের দাবি, তাঁদের মিছিল থেকে ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবি, মোরাল পুলিশিং বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানানো হয়। মিছিলটি টাউন হলের দিকে যাওয়ার সময় নতুনবাজার এলাকায় হামলার শিকার হয়। এ ঘটনায় ছাত্র ফ্রন্টের জেলা শাখার আহ্বায়ক আরিফুল হাসান ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র ফ্রন্টের সহসভাপতি অর্ণব দাস আহত হন।
বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাহার মজুমদার বলেন, "আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম। কিন্তু আমাদের পেছন থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা হামলা চালায়। পরে ইসলামী আন্দোলনের কিছু কর্মীও যুক্ত হয়। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বসে বিষয়টি পরিষ্কার করতে চাই।"
অন্যদিকে, বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াস বলেন, "শাহবাগীদের বিরুদ্ধে আমাদের মিছিল চলছিল। পথে বামদের সঙ্গে বাগ্বিতণ্ডা হলে ধাক্কাধাক্কি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।"
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।