বগুড়ার সান্তাহার পৌর এলকার নিম্ন আয়ের ৫ হাজার মানুষ গত ৩ মাস ধরে টিসিবি পণ্য পাচ্ছেন না। সরবরাহ বন্ধ থাকায় চলতি রমজান মাসেও পণ্য পাওয়া থেকে বঞ্চিত হওয়ায় শহরের নাগরিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিসিবি পন্য বঞ্চিত ভুক্তভোগী নাগরিকরা জানিয়েছেন সান্তাহার প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে ৯টি ওয়ার্ডে ৫ হাজার দুস্থ ও মধ্যবিত্ত টিসিবি কার্ডধারী রয়েছেন। সারাদেশে চড়া দ্রব্যমূল্যের বাজারে দেশের প্রায় সবখানে সরকারি ভর্তুকির টিসিবি পণ্য সরবরাহ করা হলেও এই শহরে গত ৩ মাস যাবত টিসিবি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। রমজান মাসে তেল, ছোলা, খেজুর এবং চিনিসহ ইফতারের জন্য বিভিন্ন সামগ্রী প্রয়োজন হয়। ফলে গরিব- দুঃখীসহ সব পরিবারকে বাড়তি খরচের মুখে পড়তে হয়। সরকার বাজার নিয়ন্ত্রণ এবং মধ্যবিত্ত ও গরিব পরিবারদের মাঝে ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যেমে তেল, চাল, ডাল, আটা, ছোলা, খেজুর এবং চিনিসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে আসছে। কিন্তু গত ৩ মাস যাবত এসব পণ্যের দেখা মেলেনি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর সান্তাহার পৌরসভার নাগরিকদের।
পৌরবাসী জানান, টিসিবির স্মার্ট কার্ড দেয়ার কথা বলে পৌর কর্তৃপক্ষ তাদের কার্ড জমা নেয়। এরপর মাসের পর মাস অতিবাহিত হলেও পাওয়া যায় স্মার্ট কার্ড। কার্ড না পাওয়ায় তিন মাস ধরে বন্ধ রাখা হয়েঝে টিসিবি’র পণ্য সরবরাহ। সান্তাহার জংশন পৌর শহরে দেশের সর্ববৃহৎ খাদ্য সংরক্ষণাগার দুটি সাইলো এবং সিএসডি ও এলএসডি খাদ্য গুদাম এবং মালগুদাম ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকসহ এই শহরে কয়েক হাজার শ্রমিক রয়েছেন। দ্রব্যমূল্যের এই চড়া বাজারে এই স্বল্পআয়ের মানুষ গত ৩ মাস যাবত টিসিবি পণ্য না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছেন। এই বিষয়ে জানতে চাইলে সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিষয়টি নিয়ে আপনি পৌরসভার প্রকৌশলী রায়হান ম-লের সঙ্গে কথা বলুন। পরে সান্তাহার পৌরসভার প্রকৌশলী রায়হান ম-লের সঙ্গে কথা বললে তিনি জানান, বগুড়ার টিসিবি ক্যাম্পে আমরা কার্ডের জন্য তালিকা পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো কার্ড আসেনি। তবে আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন কার্ড আসতে আরও দুয়েক মাস সময় লাগতে পারে।
শনিবার, ২২ মার্চ ২০২৫
বগুড়ার সান্তাহার পৌর এলকার নিম্ন আয়ের ৫ হাজার মানুষ গত ৩ মাস ধরে টিসিবি পণ্য পাচ্ছেন না। সরবরাহ বন্ধ থাকায় চলতি রমজান মাসেও পণ্য পাওয়া থেকে বঞ্চিত হওয়ায় শহরের নাগরিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। টিসিবি পন্য বঞ্চিত ভুক্তভোগী নাগরিকরা জানিয়েছেন সান্তাহার প্রথম শ্রেণীর পৌরসভা। এখানে ৯টি ওয়ার্ডে ৫ হাজার দুস্থ ও মধ্যবিত্ত টিসিবি কার্ডধারী রয়েছেন। সারাদেশে চড়া দ্রব্যমূল্যের বাজারে দেশের প্রায় সবখানে সরকারি ভর্তুকির টিসিবি পণ্য সরবরাহ করা হলেও এই শহরে গত ৩ মাস যাবত টিসিবি পণ্য সরবরাহ বন্ধ রয়েছে। রমজান মাসে তেল, ছোলা, খেজুর এবং চিনিসহ ইফতারের জন্য বিভিন্ন সামগ্রী প্রয়োজন হয়। ফলে গরিব- দুঃখীসহ সব পরিবারকে বাড়তি খরচের মুখে পড়তে হয়। সরকার বাজার নিয়ন্ত্রণ এবং মধ্যবিত্ত ও গরিব পরিবারদের মাঝে ভর্তুকি দিয়ে ডিলারের মাধ্যেমে তেল, চাল, ডাল, আটা, ছোলা, খেজুর এবং চিনিসহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করে আসছে। কিন্তু গত ৩ মাস যাবত এসব পণ্যের দেখা মেলেনি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত প্রথম শ্রেণীর সান্তাহার পৌরসভার নাগরিকদের।
পৌরবাসী জানান, টিসিবির স্মার্ট কার্ড দেয়ার কথা বলে পৌর কর্তৃপক্ষ তাদের কার্ড জমা নেয়। এরপর মাসের পর মাস অতিবাহিত হলেও পাওয়া যায় স্মার্ট কার্ড। কার্ড না পাওয়ায় তিন মাস ধরে বন্ধ রাখা হয়েঝে টিসিবি’র পণ্য সরবরাহ। সান্তাহার জংশন পৌর শহরে দেশের সর্ববৃহৎ খাদ্য সংরক্ষণাগার দুটি সাইলো এবং সিএসডি ও এলএসডি খাদ্য গুদাম এবং মালগুদাম ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকসহ এই শহরে কয়েক হাজার শ্রমিক রয়েছেন। দ্রব্যমূল্যের এই চড়া বাজারে এই স্বল্পআয়ের মানুষ গত ৩ মাস যাবত টিসিবি পণ্য না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে দিন পার করছেন। এই বিষয়ে জানতে চাইলে সান্তাহার পৌরসভার প্রশাসক ও আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিষয়টি নিয়ে আপনি পৌরসভার প্রকৌশলী রায়হান ম-লের সঙ্গে কথা বলুন। পরে সান্তাহার পৌরসভার প্রকৌশলী রায়হান ম-লের সঙ্গে কথা বললে তিনি জানান, বগুড়ার টিসিবি ক্যাম্পে আমরা কার্ডের জন্য তালিকা পাঠিয়েছিলাম। কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত কোনো কার্ড আসেনি। তবে আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন কার্ড আসতে আরও দুয়েক মাস সময় লাগতে পারে।