ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া, কাঞ্চন সেতু, মুড়াপাড়া, রূপসী, তারাবো, ফজুরবাড়িসহ আশপাশের এলাকার যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যানজট নিরসনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সফলও হয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে জমে ওঠা রূপগঞ্জের মার্কেট, শপিংমল, অভ্যন্তরিণ সড়কগুলো ব্যস্ত। লোকে লোকারণ্য। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনও যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মক্ষম মানুষ। তাতে অপচয় হচ্ছে অর্থের। নষ্ট হচ্ছে সময়। ভোগান্তিতে পড়ছে ঘরমুখী সাধারণ মানুষ। ঠিক এমন সময়ই মানুুষের ভোগান্তি লাগবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। পুরো উপজেলায় প্রতিটি মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক। ফলে কমেছে যানজট। কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘেœ যাতায়াত করছেন মানুষ।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত হলুদ-টিয়া রংয়ের কটি পরিহিত এক হাতে ছাতা, অন্য হাতে বাঁশি নিয়ে এসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন সকাল থেকে রাত পর্যন্ত। রাতে জ¦লছে হাতে থাকা লাইট। নিয়োজিত সবাই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। দায়িত্ব পালন করছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরাও।
ঢাকার উপকণ্ঠে অবস্থিত রূপগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গড়ে ওঠেছে শতশত শিল্পকারখানা, পাইকারি বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা রকম গুরুত্বপূর্ন স্থাপনা। কর্মসংস্থানের সুবিধা থাকায় স্থানীয় মানুষের পাশাপাশি লক্ষ লক্ষ কারখানা ও গার্মেন্টের শ্রমিক ও কর্মচারী এখানে বসবাস করেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বাণিজ্য করতে আসে।
রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে চলা নির্মাণাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক, কাঞ্চন ব্রিজ থেকে ডেমরা সড়কের সম্প্রসারণের কাজ চলছে। একদিকে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। অন্যদিকে প্রয়োজনীয় বিকল্প রাস্তা না থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
আসন্ন ঈদকে ঘিরে জমে ওঠেছে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাট। পিছিয়ে নেই স্থানীয় হাটবাজারগুলো। সারাদেশের ব্যবসায়ীরা ছুটে আসছেন এখানে। কারখানার শ্রমিকদের সড়ক পারাপার, বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী উঠানামাসহ নানা কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। এই যানজট ছড়িয়ে পড়ছে উপজেলার অভ্যন্তরিণ সড়কে। তাতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দেশের পূর্বাঞ্চলীয় ১৮ জেলার মানুষ এই উপজেলার উপর দিয়ে রাজধানী ঢাকার অভিমুখে যাতায়াত করে।
রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আরও বৃদ্ধি করা প্রয়োজন। নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ইফতেখার ভূঁইয়া রিদ্বীন জানান, শতাধিক স্বেচ্ছাসেবী সাধারণ মানুষের নির্বিঘেœ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছে। তাতে যত্রতত্র গাড়ি পার্কিং ও গাড়িতে মালামাল উঠা-নামাসহ বেশ কিছু অনিয়ম বন্ধ হয়েছে।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি. ছিনতাইসহ অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন বলেন, রূপগঞ্জে মহাসড়ক ও অভ্যন্তরিণ সড়কের যানজট নিরসনে এবারই প্রথমবারের মতো কোনো উপজেলা নির্বাহী অফিসার ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন, প্রশংসিত হয়েছেন। তাতে পথচারী, ঈদে ঘর ফেরা মানুষ ও পরিবহন যাত্রীরা সুফল পাচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এবারের রমজান মাস ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের দিন পর্যন্ত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তাদের অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
শনিবার, ২২ মার্চ ২০২৫
ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া, কাঞ্চন সেতু, মুড়াপাড়া, রূপসী, তারাবো, ফজুরবাড়িসহ আশপাশের এলাকার যানজট নিরসনে শতাধিক শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেছেন। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। যানজট নিরসনে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সফলও হয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঈদ উপলক্ষে জমে ওঠা রূপগঞ্জের মার্কেট, শপিংমল, অভ্যন্তরিণ সড়কগুলো ব্যস্ত। লোকে লোকারণ্য। জনগুরুত্বপূর্ণ স্থানে সৃষ্টি হচ্ছে যানজট। কখনও যানজট রূপ নিচ্ছে তীব্র ও স্থায়ী যানজটে। থেমে থেমে চলছে গাড়ির চাকা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। ক্ষতিগ্রস্ত হচ্ছে কর্মক্ষম মানুষ। তাতে অপচয় হচ্ছে অর্থের। নষ্ট হচ্ছে সময়। ভোগান্তিতে পড়ছে ঘরমুখী সাধারণ মানুষ। ঠিক এমন সময়ই মানুুষের ভোগান্তি লাগবে যানজট নিরসনে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। পুরো উপজেলায় প্রতিটি মোড়, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়োগ দিয়েছেন শতাধিক স্বেচ্ছাসেবী ট্রাফিক। ফলে কমেছে যানজট। কিছুটা স্বস্তি নিয়ে নির্বিঘেœ যাতায়াত করছেন মানুষ।
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের লোগো সম্বলিত হলুদ-টিয়া রংয়ের কটি পরিহিত এক হাতে ছাতা, অন্য হাতে বাঁশি নিয়ে এসব শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা কাজ করছেন সকাল থেকে রাত পর্যন্ত। রাতে জ¦লছে হাতে থাকা লাইট। নিয়োজিত সবাই স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। দায়িত্ব পালন করছেন স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরাও।
ঢাকার উপকণ্ঠে অবস্থিত রূপগঞ্জ উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে গড়ে ওঠেছে শতশত শিল্পকারখানা, পাইকারি বাজার, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা রকম গুরুত্বপূর্ন স্থাপনা। কর্মসংস্থানের সুবিধা থাকায় স্থানীয় মানুষের পাশাপাশি লক্ষ লক্ষ কারখানা ও গার্মেন্টের শ্রমিক ও কর্মচারী এখানে বসবাস করেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে বাণিজ্য করতে আসে।
রূপগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে চলা নির্মাণাধীন ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর-মদনপুর বাইপাস সড়ক, কাঞ্চন ব্রিজ থেকে ডেমরা সড়কের সম্প্রসারণের কাজ চলছে। একদিকে সড়ক প্রশস্তকরণের কাজ চলমান। অন্যদিকে প্রয়োজনীয় বিকল্প রাস্তা না থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
আসন্ন ঈদকে ঘিরে জমে ওঠেছে ভুলতা গাউছিয়া পাইকারি কাপড়ের হাট। পিছিয়ে নেই স্থানীয় হাটবাজারগুলো। সারাদেশের ব্যবসায়ীরা ছুটে আসছেন এখানে। কারখানার শ্রমিকদের সড়ক পারাপার, বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ, যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী উঠানামাসহ নানা কারণেই সৃষ্টি হচ্ছে যানজট। এই যানজট ছড়িয়ে পড়ছে উপজেলার অভ্যন্তরিণ সড়কে। তাতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। দেশের পূর্বাঞ্চলীয় ১৮ জেলার মানুষ এই উপজেলার উপর দিয়ে রাজধানী ঢাকার অভিমুখে যাতায়াত করে।
রূপগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আরও বৃদ্ধি করা প্রয়োজন। নিঃস্বার্থ সমাজকল্যাণ যুব সংগঠনের প্রতিষ্ঠাতা ইফতেখার ভূঁইয়া রিদ্বীন জানান, শতাধিক স্বেচ্ছাসেবী সাধারণ মানুষের নির্বিঘেœ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে কাজ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছে। তাতে যত্রতত্র গাড়ি পার্কিং ও গাড়িতে মালামাল উঠা-নামাসহ বেশ কিছু অনিয়ম বন্ধ হয়েছে।
রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের ট্রাফিক দায়িত্ব পালনে যানজট নিরসনের পাশাপাশি চাঁদাবাজি. ছিনতাইসহ অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে।
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এমোমেন বলেন, রূপগঞ্জে মহাসড়ক ও অভ্যন্তরিণ সড়কের যানজট নিরসনে এবারই প্রথমবারের মতো কোনো উপজেলা নির্বাহী অফিসার ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছেন, প্রশংসিত হয়েছেন। তাতে পথচারী, ঈদে ঘর ফেরা মানুষ ও পরিবহন যাত্রীরা সুফল পাচ্ছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এবারের রমজান মাস ও ঈদে ভোগান্তি ছাড়া মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের দিন পর্যন্ত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তাদের অধিকাংশই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।