লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আমিন নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের ৪ ছেলে-মেয়েও আহত হন। আহতরা হলেন নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু, মো. মামুন, মো. ফিরোজ ও মেয়ে আছমা আক্তার। এই ঘটনায় সেলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। তবে আটককৃত সেলিম এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকেও আটক করার চেষ্টা চলছে।
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরের কমলনগরে নুরুল আমিন নামে এক দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় নিহতের ৪ ছেলে-মেয়েও আহত হন। আহতরা হলেন নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু, মো. মামুন, মো. ফিরোজ ও মেয়ে আছমা আক্তার। এই ঘটনায় সেলিম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। তবে আটককৃত সেলিম এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত এখন পর্যন্ত জানা যায়নি। কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সেলিম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকেও আটক করার চেষ্টা চলছে।