রায়পুর (লক্ষ্মীপুর) : প্রবাসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন -সংবাদ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুপক্ষের সংঘর্ষে নিহত স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেয়ান হত্যা মামলার দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্ত্রী, সন্তান ও স্বজনরা। গত শনিবার বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন নিহতের পরিবার-পরিজন ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি চলে।
মানববন্ধনে নিহত সাইজুদ্দিনের স্ত্রী নারগিস বেগম বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। সে কেবল দেশে ছুটি কাটাতে এসেছিল। অথচ রাজনৈতিক সংঘর্ষের বলি হতে হলো তাকে। আমার স্বামীর খুনিদের যেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছেন না। এই দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় নিহত আমাদের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। দলের পরিচয় দিয়ে ফের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
সাইজুদ্দিন দেওয়ানের কিশোর দুই ছেলে লিখন ও নাসিম প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই যারা আমার বাবাকে মেরেছে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’
গত ৭ এপ্রিল সোমবার বিএনপির দুপক্ষের সংঘর্ষে মো. সাইজুদ্দিন দেওয়ান (৪৫) নামের স্পেন প্রবাসী নিহত হন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। ওই দিন বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মধ্যচরবংশী বেড়িবাঁধ, বাবুরহাট ও খাসেরহাট বাজারে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত বুধবার নিহতের বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলাটি করেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সব আসামি আত্মগোপনে রয়েছেন। দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
রায়পুর (লক্ষ্মীপুর) : প্রবাসী হত্যার বিচার দাবিতে মানববন্ধন -সংবাদ
রোববার, ১৩ এপ্রিল ২০২৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশীতে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুপক্ষের সংঘর্ষে নিহত স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেয়ান হত্যা মামলার দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্ত্রী, সন্তান ও স্বজনরা। গত শনিবার বিকেলে উপজেলার চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন নিহতের পরিবার-পরিজন ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি চলে।
মানববন্ধনে নিহত সাইজুদ্দিনের স্ত্রী নারগিস বেগম বলেন, ‘আমার স্বামী কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। সে কেবল দেশে ছুটি কাটাতে এসেছিল। অথচ রাজনৈতিক সংঘর্ষের বলি হতে হলো তাকে। আমার স্বামীর খুনিদের যেন দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনও তাদের গ্রেপ্তার করছেন না। এই দুই আসামি গ্রেপ্তার না হওয়ায় নিহত আমাদের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। দলের পরিচয় দিয়ে ফের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
সাইজুদ্দিন দেওয়ানের কিশোর দুই ছেলে লিখন ও নাসিম প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে বলে, ‘আমি আমার বাবার হত্যার বিচার চাই যারা আমার বাবাকে মেরেছে, তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’
গত ৭ এপ্রিল সোমবার বিএনপির দুপক্ষের সংঘর্ষে মো. সাইজুদ্দিন দেওয়ান (৪৫) নামের স্পেন প্রবাসী নিহত হন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। ওই দিন বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মধ্যচরবংশী বেড়িবাঁধ, বাবুরহাট ও খাসেরহাট বাজারে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত বুধবার নিহতের বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলাটি করেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ‘সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সব আসামি আত্মগোপনে রয়েছেন। দোষীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’