পটুয়াখালীর মির্জাগঞ্জে চর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে হালিম হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার ওই গ্রামের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
জানা যায়, ঘটনার দিন বিকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে হালিম হাওলাদার তার গরু নিয়ে আসার জন্য বাড়ির পাশে শ্রীমন্ত নদীর চরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
পটুয়াখালীর মির্জাগঞ্জে চর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে হালিম হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিম হাওলাদার ওই গ্রামের মৃত ছাদেম আলী হাওলাদারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন
জানা যায়, ঘটনার দিন বিকালে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে হালিম হাওলাদার তার গরু নিয়ে আসার জন্য বাড়ির পাশে শ্রীমন্ত নদীর চরে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাগঞ্জ থানার ওসি শামীম আহমেদ বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।