ফরিদপুরে মো. আমিনুল ইসলাম আপন নামে এক যুবক নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গত বৃহস্পতিবার ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের একজন বরখাস্ত হওয়া সৈনিক। তার দেয়া তথ্যমতে, তিনি ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনও সেনাবাহিনীর মেজর আবার কখনও র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিলেন। অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছে। সেই কারণে তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ফরিদপুরে মো. আমিনুল ইসলাম আপন নামে এক যুবক নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গত বৃহস্পতিবার ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেডের ১৫ আরই ব্যাটালিয়নের ফরিদপুর সেনা ক্যাম্পের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আমিনুল ইসলাম পাবনা জেলার ফরিদপুর থানার পাঁচপুংলি গ্রামের মৃত আলেফ মণ্ডলের ছেলে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের একজন বরখাস্ত হওয়া সৈনিক। তার দেয়া তথ্যমতে, তিনি ২০২২ সালে ১৪ বিজিবি ব্যাটালিয়ন থেকে বরখাস্ত হন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে গত কয়েকদিন ধরে তিনি নিজেকে কখনও সেনাবাহিনীর মেজর আবার কখনও র্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিলেন। অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার প্রমাণস্বরূপ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, ভুয়া মেজর পরিচয়দানকারী আমিনুলকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। যেহেতু মধুখালী থানায় ভুক্তভোগী তরুণী অভিযোগ দায়ের করেছে। সেই কারণে তাকে মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।