বজ্রপাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক ধানকাটা শ্রমিকের এবং মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন লাওকরা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিকও ছিলেন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সাহাব উদ্দিন নামের ওই যুবক মারা যান। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩ জন। গত বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আবির দেওয়ান তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে। সে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। বজ্রপাতে আহতরা হলেন একই বাড়ির মো. রতন দেওয়ান, আল আমিন দেওয়ান এবং মোহন মোল্লা। তাদেরকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
বজ্রপাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক ধানকাটা শ্রমিকের এবং মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে বজ্রপাতে মো. সাহাব উদ্দিন নামে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন লাওকরা গ্রামের প্রধানীয়া বাড়ির মৃত খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিকও ছিলেন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সাহাব উদ্দিন নামের ওই যুবক মারা যান। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পুকুরে মাছ ধরার জন্য গাছের ডাল ফেলতে গিয়ে বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে আহত হয়েছেন আরও ৩ জন। গত বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আবির দেওয়ান তস্তিপুর গ্রামের আলমগীর দেওয়ানের ছেলে। সে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী ছিলো। বজ্রপাতে আহতরা হলেন একই বাড়ির মো. রতন দেওয়ান, আল আমিন দেওয়ান এবং মোহন মোল্লা। তাদেরকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। টংগিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে খোঁজ-খবর নেয়া হচ্ছে।