বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার সাগর মোল্লা (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত সাগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালতা গ্রামের আসিফ খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সাগর। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করে এবং বেধড়ক মারধর করে। পরে রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি (সাগর) মারা যান। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনির শিকার সাগর মোল্লা (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুই দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত সাগর উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালতা গ্রামের আসিফ খানের বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সাগর। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করে এবং বেধড়ক মারধর করে। পরে রাত সাড়ে ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুই দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে তিনি (সাগর) মারা যান। গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।