চাঁদপুরের হাজীগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। গত বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সুমন উপজেলার রান্ধুনীমোড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। ২০১৮ সালে ৩ জুন বিকেলে বাবার কাছ থেকে মাদকের টাকা না পেয়ে ধারালো দা দিয়ে বাবার পাজরে কোপ মারে এবং বাম পায়ের হাঁটুর নিচে কোপ মেরে দ্বিখন্ডিত করে সে।
রাষ্ট্রপক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, এই মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে জেলা জজ বাহাদুর আসামিকে যাবজ্জীবন কারাদ- দেন। মামলার আসামী পক্ষে ছিলাম অ্যাডভোকেট স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
চাঁদপুরের হাজীগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। গত বুধবার দুপুরে আসামির উপস্থিতিতে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সুমন উপজেলার রান্ধুনীমোড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে। ২০১৮ সালে ৩ জুন বিকেলে বাবার কাছ থেকে মাদকের টাকা না পেয়ে ধারালো দা দিয়ে বাবার পাজরে কোপ মারে এবং বাম পায়ের হাঁটুর নিচে কোপ মেরে দ্বিখন্ডিত করে সে।
রাষ্ট্রপক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, এই মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে জেলা জজ বাহাদুর আসামিকে যাবজ্জীবন কারাদ- দেন। মামলার আসামী পক্ষে ছিলাম অ্যাডভোকেট স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া।