সমতলের আদিবাসীরা নির্যাতিত, নিপীড়িত, নিস্পেষিত। ভূমি দখলদাররা আদিবাসীদের জোরপূর্বক জমি-জমা বসতভিটা দখল করছে। মূল স্রোতধারা থেকে বিছিন্ন করা হয়েছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আরও প্রান্তিক হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বৈষম্য কমিয়ে আদিবাসীদের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন না থাকায় ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে।
অবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ভূমিহীন আদিবাসীদের খাসজমি বন্দোবস্ত দেয়া জোর দাবি জানানো হয়।
গত ২৬ এপ্রিল সকাল ১১টায় বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে ও অখিল পালের সঞ্চালনায় প্রধান অতিথি আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ডা. দিবালোক সিংহ উপরোক্ত বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা অ্যাড. মহসিন রেজা, আসলাম খান, সিপিবি নেতা আমিনুল ফরিদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, অমর মাহাতো প্রমুখ।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
সমতলের আদিবাসীরা নির্যাতিত, নিপীড়িত, নিস্পেষিত। ভূমি দখলদাররা আদিবাসীদের জোরপূর্বক জমি-জমা বসতভিটা দখল করছে। মূল স্রোতধারা থেকে বিছিন্ন করা হয়েছে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নেই। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আরও প্রান্তিক হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে বৈষম্য কমিয়ে আদিবাসীদের উন্নয়ন নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন না থাকায় ভূমি থেকে উচ্ছেদ হচ্ছে।
অবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনসহ ভূমিহীন আদিবাসীদের খাসজমি বন্দোবস্ত দেয়া জোর দাবি জানানো হয়।
গত ২৬ এপ্রিল সকাল ১১টায় বগুড়ার সাতমাথায় মুক্তমঞ্চে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন বগুড়া জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আদিবাসী নেতা শ্রীকান্ত মাহাতোর সভাপতিত্বে ও অখিল পালের সঞ্চালনায় প্রধান অতিথি আদিবাসী ইউনিয়নের উপদেষ্টা ডা. দিবালোক সিংহ উপরোক্ত বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন, উপদেষ্টা অ্যাড. মহসিন রেজা, আসলাম খান, সিপিবি নেতা আমিনুল ফরিদ, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, অমর মাহাতো প্রমুখ।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেবেকা সরেন।