চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩১৬ জন দুস্থ রোগীর মাঝে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে ১ কোটি ৭১ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের হাতে এ চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, উপপরচালক, জেলা সমাসেবা কার্যালয়, চাঁদপুর।
জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্তরা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
এখানে অনুদানের মোট টাকা ৩১৬ জনকে প্রদান করা হয়। এর মধ্যে ইএফটি(ব্যাংক টু ব্যাংক) এর মাধ্যমে ১০৬ জন চেক এর মাধ্যমে ২১০ জন প্রত্যেককে ৫০০০০(পঞ্চাশ) হাজার টাকা করে চাঁদপুর পৌরসভা ৩ জন, চাঁদপুর সদর-৪৩, কচুয়া-১০০, শাহারাস্তি-২০, হাজিগঞ্জ-২৩, মতলব উত্তর-৩০, মতলব দক্ষিণ-৪৪, হাইমচর-২৭, ফরিদঞ্জ উপজেলায় ২৬ জনকে সর্বমোট ৩১৬ জনকে ১৭১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সব অসহায় ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরিব রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩১৬ জন দুস্থ রোগীর মাঝে জনপ্রতি পঞ্চাশ হাজার টাকা করে ১ কোটি ৭১ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে তাদের হাতে এ চেক তুলে দেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। উপস্থিত ছিলেন মো. নজরুল ইসলাম, উপপরচালক, জেলা সমাসেবা কার্যালয়, চাঁদপুর।
জেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্তরা ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
এখানে অনুদানের মোট টাকা ৩১৬ জনকে প্রদান করা হয়। এর মধ্যে ইএফটি(ব্যাংক টু ব্যাংক) এর মাধ্যমে ১০৬ জন চেক এর মাধ্যমে ২১০ জন প্রত্যেককে ৫০০০০(পঞ্চাশ) হাজার টাকা করে চাঁদপুর পৌরসভা ৩ জন, চাঁদপুর সদর-৪৩, কচুয়া-১০০, শাহারাস্তি-২০, হাজিগঞ্জ-২৩, মতলব উত্তর-৩০, মতলব দক্ষিণ-৪৪, হাইমচর-২৭, ফরিদঞ্জ উপজেলায় ২৬ জনকে সর্বমোট ৩১৬ জনকে ১৭১ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর দেশে প্রায় ৩ লক্ষ লোক এ সমস্ত রোগে মৃত্যুবরণ করে এবং ৩ লক্ষাধিক লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হচ্ছে। অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সব অসহায় ক্যান্সার, কিডনি এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরিব রোগীদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।