শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুন বাজারের কলাবাজার থেকে একটি সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। গত ৭ মে রাতে শ্রীমঙ্গল উপজেলা শহরের কলাবাজারে একটি সাপ দেখে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
পরবর্তীতে বাজারের লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে এর পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে ধরে নিয়ে আসেন। তিনি জানান, সাপটির নাম পিট-ভাইপার (সবুজ বোড়া) যা বাংলাদেশের বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। পরবর্তীতে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী এলাকায় লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল অবাধে বনাঞ্চল উজাড় হওয়ার কারণে বন্য পশুপাখি জীবজন্তু খাদ্যের সন্ধানে চলে আসে। চলতি বছরে বিভিন্ন ধরনের অসংখ্য সাপ ও বন্যপ্রাণী ধরা পড়ে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল বন্যপ্রাণী গুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করার লক্ষ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
শ্রীমঙ্গল উপজেলা শহরের নতুন বাজারের কলাবাজার থেকে একটি সবুজ বোড়া বিষাক্ত সাপ উদ্ধার করা হয়েছে। গত ৭ মে রাতে শ্রীমঙ্গল উপজেলা শহরের কলাবাজারে একটি সাপ দেখে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।
পরবর্তীতে বাজারের লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে এর পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটিকে ধরে নিয়ে আসেন। তিনি জানান, সাপটির নাম পিট-ভাইপার (সবুজ বোড়া) যা বাংলাদেশের বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি। পরবর্তীতে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী এলাকায় লাউয়াছড়া সংরক্ষিত বনাঞ্চল অবাধে বনাঞ্চল উজাড় হওয়ার কারণে বন্য পশুপাখি জীবজন্তু খাদ্যের সন্ধানে চলে আসে। চলতি বছরে বিভিন্ন ধরনের অসংখ্য সাপ ও বন্যপ্রাণী ধরা পড়ে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন কুমার দেব সজল বন্যপ্রাণী গুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করার লক্ষ্যে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।