সন্ধ্যা নামলেই রাস্তার পাশে দেখা মিলে ছোট ছোট মেছো বাঘ। দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন স্থানে এই মেছো বাঘগুলো দেখে আসছে মানুষ। ছোট ছেলেমেয়েদের খেলাধুলা করতে সতর্কও করেছেন কেউ কেউ। গত রোববার বিকেলে ফসলি জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন ইমন নামক একজন কিশোর ও তার সহপাঠীরা তখনি হঠাৎ বাঘাকৃতির মেছো বিড়ালটি দেখে বাঘ বাঘ বলে দৌড়ে এসে ধরে ফেলে। এ সময় বিড়ালটি জোড়াজুড়ি করলে ইমনের পড়নে থাকা প্যান্টও ছিড়ে যায়। কিছুক্ষণ পর অলিউল্লা নামক একজন লোক কবুতরের খাঁচা এনে, বিড়ালটিকে বন্দি করে এবং বাড়িতে নিয়ে যায়। এ ছাড়া গত কয়েক মাস পূর্বে ফসলি জমিতে মেছো বাঘ হাঁটছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জগতপুর ও শিকারিপাড়া এলাকায় যা দেখে আতঙ্কিত হয়েছিলেন জনসাধারণ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন জগতপুর উত্তরপাড়া অটোচালক অলি উল্লার ঘর থেকে মেছো বিড়ালটি উদ্ধার করেন লালমাই উপজেলা বন কর্মকর্তা জহিরুল ইসলাম। পরে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা ও সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারের সঙ্গে পরামর্শ করে মেছো বিড়ালটি লালমাই পাহাড়ের উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় দোকানদার সাদেক মিয়া বলেন, আমার দোকানের সামনে প্রায় রাতে কয়েকটি ছোট বাঘ একসঙ্গে হয়ে এখানে আসে। আমরা কিছু বলি না। তবে আতঙ্কে থাকি। একটি ধরেছে। বাকিগুলোও যদি ধরার ব্যবস্থা হতো তবে স্বস্তি পেতাম।
জগতপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ডাকাতিয়া নদীর পাশে আমাদের গ্রাম তাছাড়া, অনেকগুলো বাগনও রয়েছে এখানে বন্যপ্রাণীগুলো সহজেই জায়গা করে নিতে পারে।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
সন্ধ্যা নামলেই রাস্তার পাশে দেখা মিলে ছোট ছোট মেছো বাঘ। দীর্ঘদিন যাবত গ্রামের বিভিন্ন স্থানে এই মেছো বাঘগুলো দেখে আসছে মানুষ। ছোট ছেলেমেয়েদের খেলাধুলা করতে সতর্কও করেছেন কেউ কেউ। গত রোববার বিকেলে ফসলি জমিতে ঘাস কাটতে গিয়েছিলেন ইমন নামক একজন কিশোর ও তার সহপাঠীরা তখনি হঠাৎ বাঘাকৃতির মেছো বিড়ালটি দেখে বাঘ বাঘ বলে দৌড়ে এসে ধরে ফেলে। এ সময় বিড়ালটি জোড়াজুড়ি করলে ইমনের পড়নে থাকা প্যান্টও ছিড়ে যায়। কিছুক্ষণ পর অলিউল্লা নামক একজন লোক কবুতরের খাঁচা এনে, বিড়ালটিকে বন্দি করে এবং বাড়িতে নিয়ে যায়। এ ছাড়া গত কয়েক মাস পূর্বে ফসলি জমিতে মেছো বাঘ হাঁটছে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছিল। জগতপুর ও শিকারিপাড়া এলাকায় যা দেখে আতঙ্কিত হয়েছিলেন জনসাধারণ।
গতকাল সোমবার বিকেলে উপজেলার পেরুল উত্তর ইউনিয়ন জগতপুর উত্তরপাড়া অটোচালক অলি উল্লার ঘর থেকে মেছো বিড়ালটি উদ্ধার করেন লালমাই উপজেলা বন কর্মকর্তা জহিরুল ইসলাম। পরে লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা ও সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তারের সঙ্গে পরামর্শ করে মেছো বিড়ালটি লালমাই পাহাড়ের উদ্যানে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয় দোকানদার সাদেক মিয়া বলেন, আমার দোকানের সামনে প্রায় রাতে কয়েকটি ছোট বাঘ একসঙ্গে হয়ে এখানে আসে। আমরা কিছু বলি না। তবে আতঙ্কে থাকি। একটি ধরেছে। বাকিগুলোও যদি ধরার ব্যবস্থা হতো তবে স্বস্তি পেতাম।
জগতপুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, ডাকাতিয়া নদীর পাশে আমাদের গ্রাম তাছাড়া, অনেকগুলো বাগনও রয়েছে এখানে বন্যপ্রাণীগুলো সহজেই জায়গা করে নিতে পারে।