মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ খিদিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আয়াতুল খিদিরপুর গ্রামের জাহিদ খানের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আয়াতুল সকালের দিকে সবার অজান্তে বাড়ির থেকে ৩০ মিটার দূরে তার নানীকে খুঁজতে যায়। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে আয়াতুলের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাড়ির পাশে ডোবায় পড়ে আয়াতুল খান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১২ মে) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের দক্ষিণ খিদিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আয়াতুল খিদিরপুর গ্রামের জাহিদ খানের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আয়াতুল সকালের দিকে সবার অজান্তে বাড়ির থেকে ৩০ মিটার দূরে তার নানীকে খুঁজতে যায়। তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পানিতে আয়াতুলের মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।