কক্সবাজারের টেকনাফে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরতে যাওয়া ২ জেলেকে গুলি করেছে আরাকান আর্মি। গতকাল সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন এবং হেদায়েত উল্লাহ।
সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, গতকাল সোমবার দুপুরে একটি ছোট নৌকায় করে স্থানীয় ২ জেলে নাফ নদে মাছ ধরতে যান। এসময় সীমান্তের ওপার থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি। এতে নৌকায় থাকা ২ জেলে গুলিবিদ্ধ হন। পরে নাফ নদের অন্য জেলেদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
কক্সবাজারের টেকনাফে নৌকা নিয়ে বড়শিতে মাছ ধরতে যাওয়া ২ জেলেকে গুলি করেছে আরাকান আর্মি। গতকাল সোমবার দুপুরে টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া সংলগ্ন নাফ নদে এই ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধরা হলেন উপজেলার শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন এবং হেদায়েত উল্লাহ।
সাবরাং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম বলেন, গতকাল সোমবার দুপুরে একটি ছোট নৌকায় করে স্থানীয় ২ জেলে নাফ নদে মাছ ধরতে যান। এসময় সীমান্তের ওপার থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে আরাকান আর্মি। এতে নৌকায় থাকা ২ জেলে গুলিবিদ্ধ হন। পরে নাফ নদের অন্য জেলেদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।