বিনা বাধায় শহরে চলাচলসহ চারদফা দাবিতে আন্দোলনরত ইজিবাইক চালকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগরভবনে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১৯ জন সিটি কর্পোরেশনের কর্মী ও যানজট নিরসনের দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান ফটকে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পরে সিটি কর্পোরেশনের নগরভবনের ভেতরে ঢুকেও ভাঙচুর চালায়।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি এলাকায় বিনা বাধায় ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল, চাঁদাবাজি বন্ধ এবং নির্ধারিত স্ট্যান্ডের দাবিতে সকাল দশটা থেকে নগরভবনের সামনের সড়কে আন্দোলন করছিলেন চালকরা। তারা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাদের লিখিত দাবিও পেশ করেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বিষয়টি আলোচনার পর সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীদের একটি অংশ সেখান থেকে চলে গেলও বেশ কয়েকজন সেখানেই ছিলেন। সিটি কর্পোরেশের কর্মীরা বলেন, সিটি কর্পোরেশনের যানজট নিরসনের দায়িত্বে থাকা কর্মী এবং শিক্ষার্থীরা নগরভবনের প্রধান ফটকের সামনে এলে তাদের সঙ্গে ইজিবাইক চালকদের বাদানুবাদ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ইজিবাইক চালকরা হামলা চালান। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে সিটি কর্পোরেশনের প্রধান ফটক টপকে তালা ভাঙারও চেষ্টা করতেও দেখা যায়। পরে তারা নগরভবনের ভেতর ঢুকে ভাঙচুর চালান। হামলার ঘটনার পর আহতরা ২ ঘন্টা নগরভবনে অবরুদ্ধ ছিলেন। পাশে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে থাকলেও নগরভবনের সামনে ইজিবাইক চালকদের অবস্থান থাকায় তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। পরে পুলিশ, র্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে, তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ পান। বিকেলে পৌন ৫টায় অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে যান নারায়নগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা এই হামলার ঘটনার সঙ্গে তার অনুসারীদেরও জড়িত থাকার অভিযোগ করেন। পরে জোসেফ বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা শান্ত হন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরেও ইজিবাইক চালকরা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন। পরে তাদেরকে বুঝিয়ে ব্যারিকেড সরানো হয়। দুই পক্ষই পরবর্তীতে বসে সমাধান করবে। এটা একটা ভুল বোঝাবুঝি ছিলো।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
বিনা বাধায় শহরে চলাচলসহ চারদফা দাবিতে আন্দোলনরত ইজিবাইক চালকরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগরভবনে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১৯ জন সিটি কর্পোরেশনের কর্মী ও যানজট নিরসনের দায়িত্বে থাকা সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান ফটকে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা পরে সিটি কর্পোরেশনের নগরভবনের ভেতরে ঢুকেও ভাঙচুর চালায়।
জানা যায়, নারায়ণগঞ্জ সিটি এলাকায় বিনা বাধায় ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল, চাঁদাবাজি বন্ধ এবং নির্ধারিত স্ট্যান্ডের দাবিতে সকাল দশটা থেকে নগরভবনের সামনের সড়কে আন্দোলন করছিলেন চালকরা। তারা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে তাদের লিখিত দাবিও পেশ করেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বিষয়টি আলোচনার পর সমাধানের আশ্বাস দিলে আন্দোলনকারীদের একটি অংশ সেখান থেকে চলে গেলও বেশ কয়েকজন সেখানেই ছিলেন। সিটি কর্পোরেশের কর্মীরা বলেন, সিটি কর্পোরেশনের যানজট নিরসনের দায়িত্বে থাকা কর্মী এবং শিক্ষার্থীরা নগরভবনের প্রধান ফটকের সামনে এলে তাদের সঙ্গে ইজিবাইক চালকদের বাদানুবাদ হয়। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। পরে লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে ইজিবাইক চালকরা হামলা চালান। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে সিটি কর্পোরেশনের প্রধান ফটক টপকে তালা ভাঙারও চেষ্টা করতেও দেখা যায়। পরে তারা নগরভবনের ভেতর ঢুকে ভাঙচুর চালান। হামলার ঘটনার পর আহতরা ২ ঘন্টা নগরভবনে অবরুদ্ধ ছিলেন। পাশে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে থাকলেও নগরভবনের সামনে ইজিবাইক চালকদের অবস্থান থাকায় তারা সেখানে গিয়ে চিকিৎসা নিতে পারেননি। পরে পুলিশ, র্যাব ও বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে, তারা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেয়ার সুযোগ পান। বিকেলে পৌন ৫টায় অনুসারীদের নিয়ে ঘটনাস্থলে যান নারায়নগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা এই হামলার ঘটনার সঙ্গে তার অনুসারীদেরও জড়িত থাকার অভিযোগ করেন। পরে জোসেফ বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা শান্ত হন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন জানান, এই ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদেরকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আমরা ঘটনাস্থলে যাওয়ার পরেও ইজিবাইক চালকরা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছিলেন। পরে তাদেরকে বুঝিয়ে ব্যারিকেড সরানো হয়। দুই পক্ষই পরবর্তীতে বসে সমাধান করবে। এটা একটা ভুল বোঝাবুঝি ছিলো।