ঠাকুরগাঁওয়ে বর্গাচাষ করা এক কৃষক দম্পতির ৩ একর জমিতে লাগানো লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর শিংপাড়া গ্রামে এই ঘটনা ঘটলে গত রোববার রাতে আব্দুর রহিম নামে একজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভুক্তভোগী কৃষক ওমর আলি জানান, ঠাকুরগাঁও সুগার মিলের প্রতি একর ৩০ হাজার টাকা দরে ৩ একর জমি লিজ নিয়ে লাউ চাষ করেন তিনি। গত ২ দিন আগে এক সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান লাউ গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বাঁশের মাচার নিচে তাকিয়ে তিনি দেখেন, সব গাছের গোড়া ও ডোগা কেউ যেন কেটে দিয়েছে। ঘটনার আগের দিন পাশের জমির করল্লা এবং পানি কুমড়া চুরি করতে আসা ওই গ্রামের আসমত আলির ছেলে আব্দুর রহিম ধরা পড়লে, গ্রামবাসী তাকে মারধর করেন। আমিও তাকে শাঁসালে সেই জেরেই আব্দুর রহিম আমার এই সর্বনাশ করেছেন। এতে আমাদের ৮ থেকে ১০ লাখ টাকার লোকসানে পড়তে হলো। এই ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছেন আব্দুর রহিম।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাছিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠিাই এবং স্থানীয় প্রশাসনসহ থানায় লিখিত অভিযোগ দিতে বলি। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা কৃষি অফিস থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার ইসলাম বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
ঠাকুরগাঁওয়ে বর্গাচাষ করা এক কৃষক দম্পতির ৩ একর জমিতে লাগানো লাউ গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর শিংপাড়া গ্রামে এই ঘটনা ঘটলে গত রোববার রাতে আব্দুর রহিম নামে একজনের নাম উল্লেখ করে ঠাকুরগাঁও সদর থানায় অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। ভুক্তভোগী কৃষক ওমর আলি জানান, ঠাকুরগাঁও সুগার মিলের প্রতি একর ৩০ হাজার টাকা দরে ৩ একর জমি লিজ নিয়ে লাউ চাষ করেন তিনি। গত ২ দিন আগে এক সকালে লাউ ক্ষেতে গিয়ে দেখতে পান লাউ গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। বাঁশের মাচার নিচে তাকিয়ে তিনি দেখেন, সব গাছের গোড়া ও ডোগা কেউ যেন কেটে দিয়েছে। ঘটনার আগের দিন পাশের জমির করল্লা এবং পানি কুমড়া চুরি করতে আসা ওই গ্রামের আসমত আলির ছেলে আব্দুর রহিম ধরা পড়লে, গ্রামবাসী তাকে মারধর করেন। আমিও তাকে শাঁসালে সেই জেরেই আব্দুর রহিম আমার এই সর্বনাশ করেছেন। এতে আমাদের ৮ থেকে ১০ লাখ টাকার লোকসানে পড়তে হলো। এই ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছেন আব্দুর রহিম।
ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাছিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে আমাদের প্রতিনিধি পাঠিাই এবং স্থানীয় প্রশাসনসহ থানায় লিখিত অভিযোগ দিতে বলি। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা কৃষি অফিস থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার ইসলাম বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।