জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম মোসলেমাবাদ এলাকায় তারতাপাড়া-জোড়খালী প্রধান সড়কের খাদে উল্টে পড়ে একটি মালবোঝাই ট্রাক। রাস্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা খানাখন্দ ও চলাচলের অনুপযুক্ত অবস্থা এই দুর্ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। ট্রাকটি মালামাল নিয়ে জোড়খালীর দিকে যাওয়ার পথে মোসলেমাবাদ এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তার ভাঙা অংশে ট্রাকের চাকা পড়ে ভারসাম্য হারায় এবং সড়কের পাশে গভীর খাদে উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটিতে বছরের পর বছর ধরে কোনো সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে অবস্থাটা আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, রাস্তাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর খানাখন্দে ভরা। প্রশাসনের নজর না পড়লে সামনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কার না করলে এ রাস্তাটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
জামালপুরের মাদারগঞ্জের পশ্চিম মোসলেমাবাদ এলাকায় তারতাপাড়া-জোড়খালী প্রধান সড়কের খাদে উল্টে পড়ে একটি মালবোঝাই ট্রাক। রাস্তায় দীর্ঘদিন ধরে জমে থাকা খানাখন্দ ও চলাচলের অনুপযুক্ত অবস্থা এই দুর্ঘটনার জন্য দায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা।
গতকাল সোমবার এ ঘটনা ঘটেছে। ট্রাকটি মালামাল নিয়ে জোড়খালীর দিকে যাওয়ার পথে মোসলেমাবাদ এলাকায় পৌঁছালে হঠাৎ রাস্তার ভাঙা অংশে ট্রাকের চাকা পড়ে ভারসাম্য হারায় এবং সড়কের পাশে গভীর খাদে উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।
দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা জানান, এই গুরুত্বপূর্ণ সড়কটিতে বছরের পর বছর ধরে কোনো সংস্কার হয়নি। বর্ষা মৌসুমে অবস্থাটা আরও ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দা মতিউর রহমান বলেন, রাস্তাটা এমনিতেই ঝুঁকিপূর্ণ। তার ওপর খানাখন্দে ভরা। প্রশাসনের নজর না পড়লে সামনে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর দাবি, দ্রুত সড়ক সংস্কার না করলে এ রাস্তাটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়বে।