বাগেরহাটের মোংলায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম টিটুকে (৩৫) গতকাল শুক্রবার তার নিজবাড়ি থেকে আটক করেছে মোংলা থানা পুলিশ। উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার চাঞ্চল্যকর এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মোংলা থানায় একটি মামলা দায়ের হয়।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই নারী গত ১২ মার্চ থেকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় নুরুল আমিন নামের এক মালিকের বাড়িতে ভাড়া থাকেন। ভাড়া নেয়ার পর থেকেই বাড়ির মালিকের ছোট ভাই শফিকুল ইসলাম টিটু ওই ভাড়াটিয়ার ওপর খারাপ নজর পরে। প্রায়ইটিটু তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ করেণ ওই নারী। গত ১৫ মার্চ গভীর রাতে ঘরে ঢুকে প্রথম ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে কিছু বলে দিলে হত্যাসহ প্রাণনাশের হুমকিও দিয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে। সেই থেকে প্রায় দুই মাস যাবত টিটু তাকে ভয়ভীতি দিয়ে ধর্ষণ করে আসছিল বলে জানায় নির্যাতনের শিকার ওই নারী। ধর্ষক টিটু কানাইনগর এলাকার মৃত আ. জলিল খানের ছেলে।
সর্বশেষ গত (১৩ মে) রাতে ওই নারী ঘর থেকে বের হয়ে পাশের কলে পানি আনতে গেলে কৌশলে ওই নারীর ঘরে ঢুকে পালিয়ে থাকে শরিফুল ইসলামটিটু। রাত ১১টা ৫০ মিনিটের দিকে পুনরায় ঝাপটে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
শনিবার, ১৭ মে ২০২৫
বাগেরহাটের মোংলায় এক নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম টিটুকে (৩৫) গতকাল শুক্রবার তার নিজবাড়ি থেকে আটক করেছে মোংলা থানা পুলিশ। উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকার চাঞ্চল্যকর এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মোংলা থানায় একটি মামলা দায়ের হয়।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার ওই নারী গত ১২ মার্চ থেকে উপজেলার চাদঁপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় নুরুল আমিন নামের এক মালিকের বাড়িতে ভাড়া থাকেন। ভাড়া নেয়ার পর থেকেই বাড়ির মালিকের ছোট ভাই শফিকুল ইসলাম টিটু ওই ভাড়াটিয়ার ওপর খারাপ নজর পরে। প্রায়ইটিটু তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ করেণ ওই নারী। গত ১৫ মার্চ গভীর রাতে ঘরে ঢুকে প্রথম ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে কিছু বলে দিলে হত্যাসহ প্রাণনাশের হুমকিও দিয়েছে মামলায় উল্লেখ করা হয়েছে। সেই থেকে প্রায় দুই মাস যাবত টিটু তাকে ভয়ভীতি দিয়ে ধর্ষণ করে আসছিল বলে জানায় নির্যাতনের শিকার ওই নারী। ধর্ষক টিটু কানাইনগর এলাকার মৃত আ. জলিল খানের ছেলে।
সর্বশেষ গত (১৩ মে) রাতে ওই নারী ঘর থেকে বের হয়ে পাশের কলে পানি আনতে গেলে কৌশলে ওই নারীর ঘরে ঢুকে পালিয়ে থাকে শরিফুল ইসলামটিটু। রাত ১১টা ৫০ মিনিটের দিকে পুনরায় ঝাপটে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই নারী ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।