চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ পৃথক অভিযানে ৩টি পাঙ্গাসের পোনা ধরার চাই ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত ৩৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে এবং বিকেলে মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোস্টগার্ড স্টেশন থেকে অভিযান শুরু করে সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন এলাকায় গিয়ে ডাকাতিয়া নদী থেকে ৩৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অপরদিকে বিকেলে অপর অভিযানে শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায় অভিযান চালিয়ে ৩টি পাঙাসের পোনা ধরার চাই জব্দ করা হয়। এ সময় চাইগুলোতে থাকা ৭০ কেজি পাঙাসের পোনা মেঘনায় অবমুক্ত করা হয়।
চয়না দুয়ারি জাল ও পাঙাস ধরার চাইগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে রয়েছে। এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হবে।
শনিবার, ১৭ মে ২০২৫
চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ পৃথক অভিযানে ৩টি পাঙ্গাসের পোনা ধরার চাই ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত ৩৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদরের ডাকাতিয়া নদীতে এবং বিকেলে মেঘনা নদীর পুরান বাজার রনাগোয়াল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোস্টগার্ড স্টেশন থেকে অভিযান শুরু করে সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন এলাকায় গিয়ে ডাকাতিয়া নদী থেকে ৩৫০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। অপরদিকে বিকেলে অপর অভিযানে শহরের পুরান বাজার রনাগোয়াল এলাকায় অভিযান চালিয়ে ৩টি পাঙাসের পোনা ধরার চাই জব্দ করা হয়। এ সময় চাইগুলোতে থাকা ৭০ কেজি পাঙাসের পোনা মেঘনায় অবমুক্ত করা হয়।
চয়না দুয়ারি জাল ও পাঙাস ধরার চাইগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে রয়েছে। এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হবে।