লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা তার ছেলে লেবু মিয়া। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় নিজ বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল করিম সফিরহাট এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে। স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসা করতেন তিনি। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে কৃষক আব্দুল করিমের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হওয়া তার ছেলে লেবু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।
শনিবার, ১৭ মে ২০২৫
লালমনিরহাটের পাটগ্রামে ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে আব্দুল করিম নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সঙ্গে থাকা তার ছেলে লেবু মিয়া। গতকাল শুক্রবার সকালে উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকায় নিজ বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুল করিম সফিরহাট এলাকার মৃত কফিলুদ্দিনের ছেলে। স্থানীয় সফিরহাট বাজারে পান-সুপারির ব্যবসা করতেন তিনি। পাটগ্রাম থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, ভুট্টা তুলতে গিয়ে বজ্রপাতে কৃষক আব্দুল করিমের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হওয়া তার ছেলে লেবু মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।