কুষ্টিয়ার কুমারখালীতে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কলার সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বারিক শাহ নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই পল্লী চিকিৎসককে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পল্লী চিকিৎসক বারিক শাহ দয়রামপুর গ্রামের মৃত বাদশা শাহের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শনিবার, ১৭ মে ২০২৫
কুষ্টিয়ার কুমারখালীতে কাজের কথা বলে বাড়িতে ডেকে নিয়ে কলার সাথে চেতনা নাশক ওষুধ খাইয়ে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বারিক শাহ নামে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই পল্লী চিকিৎসককে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত পল্লী চিকিৎসক বারিক শাহ দয়রামপুর গ্রামের মৃত বাদশা শাহের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।