পটুয়াখালীর পৌর শহর সংলগ্ন লাউকাঠী নদীতে ডুবে রাহুল সমদ্দার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। নিহত রাহুল সমাদ্দার জেলার গলাচিপা উপজেলার চরকাজল এলাকার বাসুদেব সমদ্দারের ছেলে। সে লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেনীর ছাত্র ছিলো। লাউকাঠী খাদ্য গোডাউন এলাকার পিসা গোপাল চন্দ ও পিসি অঞ্জু চন্দের বাড়ীতে থেকে পড়াশোনা করতো সে বলে।
চন্দবাড়ীর লোকজন জানান, গতকাল শুক্রবার সকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সে সাতার জানতনা। এসময় সে নদীতে নেমে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও কোস্টর্গাডকে খবর দিলে, ফায়ার সার্ভিসে ডুবুরি দল দপুর ১২টায় চেষ্টা চালিয়ে রাহুলে মরদেহ উদ্ধার করে বলে জানান ডুবুরী দলের সদস্য লিডার মজিবুর রহমান।
শনিবার, ১৭ মে ২০২৫
পটুয়াখালীর পৌর শহর সংলগ্ন লাউকাঠী নদীতে ডুবে রাহুল সমদ্দার (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। নিহত রাহুল সমাদ্দার জেলার গলাচিপা উপজেলার চরকাজল এলাকার বাসুদেব সমদ্দারের ছেলে। সে লাউকাঠী শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের অষ্টম শ্রেনীর ছাত্র ছিলো। লাউকাঠী খাদ্য গোডাউন এলাকার পিসা গোপাল চন্দ ও পিসি অঞ্জু চন্দের বাড়ীতে থেকে পড়াশোনা করতো সে বলে।
চন্দবাড়ীর লোকজন জানান, গতকাল শুক্রবার সকালে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সে সাতার জানতনা। এসময় সে নদীতে নেমে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও কোস্টর্গাডকে খবর দিলে, ফায়ার সার্ভিসে ডুবুরি দল দপুর ১২টায় চেষ্টা চালিয়ে রাহুলে মরদেহ উদ্ধার করে বলে জানান ডুবুরী দলের সদস্য লিডার মজিবুর রহমান।