মুন্সীগঞ্জের শ্রীনগর সদর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এই অগ্নিকাণ্ডে সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড় পট্টি, মুরগী পট্টি, গুড় পট্টি, ডাল পট্টি, নিমকি পট্টি এবং বানিয়া পট্টিসহ ৪টি গলির শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টানা ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। আগুনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন মহাল পরিদর্শন করতে গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রীনগর সদর বাজারে আসেন।
শনিবার, ১৭ মে ২০২৫
মুন্সীগঞ্জের শ্রীনগর সদর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় এই অগ্নিকাণ্ডে সুত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশের কাপড় পট্টি, মুরগী পট্টি, গুড় পট্টি, ডাল পট্টি, নিমকি পট্টি এবং বানিয়া পট্টিসহ ৪টি গলির শতাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। পরে শ্রীনগর ফায়ার সার্ভিস ৩ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। টানা ৩ ঘণ্টা চেষ্টার পর ভোর ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত করবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস। আগুনে ক্ষতিগ্রস্থ বিভিন্ন মহাল পরিদর্শন করতে গতকাল শুক্রবার সকাল ১১টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রীনগর সদর বাজারে আসেন।