জেসিআই ঢাকা পাইওনিয়ার তাদের ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে মো. তাসদীখ হাবীবকে নির্বাচিত করেছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) ও জেনারেল অ্যাসেম্বলিতে এই ঘোষণা দেওয়া হয়।
২০২৫ সালের জেসিআই ঢাকা পাইওনিয়ার বোর্ডে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) হিসেবে মো. তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (VP) হিসেবে নূরুন নবী হাসান ও সৈয়দ উসওয়াত ইমাম, সেক্রেটারি জেনারেল (SG) হিসেবে মো. শরিফুল ইসলাম, জেনারেল লিগাল কাউন্সিল (GLC) হিসেবে মোহতারিমা রহমান এবং ট্রেজারার হিসেবে পারভেজ দায়িত্ব পালন করবেন। এছাড়াও ডিজিটাল কমিটির চেয়ার আপেল মাহমুদ রিয়াদ, পিআর ও মিডিয়া কমিটির চেয়ার জোবায়ের ইসলাম এবং ডিরেক্টর হিসেবে দাবিরুল ইসলাম দীপু ও আরিফুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. তাসদীখ হাবীব বলেন, "আমি পাইওনিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। নতুন সদস্য সংগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানো আমাদের প্রধান লক্ষ্য।"
২০২৪ সালের প্রেসিডেন্ট ফিলকুল আহমেদ বলেন, "আমাদের অর্জিত সফলতা নতুন নেতৃত্বের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।"
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
জেসিআই ঢাকা পাইওনিয়ার তাদের ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে মো. তাসদীখ হাবীবকে নির্বাচিত করেছে। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চতুর্থ জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) ও জেনারেল অ্যাসেম্বলিতে এই ঘোষণা দেওয়া হয়।
২০২৫ সালের জেসিআই ঢাকা পাইওনিয়ার বোর্ডে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (EVP) হিসেবে মো. তৌহিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট (VP) হিসেবে নূরুন নবী হাসান ও সৈয়দ উসওয়াত ইমাম, সেক্রেটারি জেনারেল (SG) হিসেবে মো. শরিফুল ইসলাম, জেনারেল লিগাল কাউন্সিল (GLC) হিসেবে মোহতারিমা রহমান এবং ট্রেজারার হিসেবে পারভেজ দায়িত্ব পালন করবেন। এছাড়াও ডিজিটাল কমিটির চেয়ার আপেল মাহমুদ রিয়াদ, পিআর ও মিডিয়া কমিটির চেয়ার জোবায়ের ইসলাম এবং ডিরেক্টর হিসেবে দাবিরুল ইসলাম দীপু ও আরিফুর রহমান ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত প্রেসিডেন্ট মো. তাসদীখ হাবীব বলেন, "আমি পাইওনিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই। নতুন সদস্য সংগ্রহ ও সক্রিয় অংশগ্রহণ বাড়ানো আমাদের প্রধান লক্ষ্য।"
২০২৪ সালের প্রেসিডেন্ট ফিলকুল আহমেদ বলেন, "আমাদের অর্জিত সফলতা নতুন নেতৃত্বের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করবে।"