যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে শুল্কের আওতায় থাকছে না যুক্তরাষ্ট্রে উৎপাদিত বোরবন হুইস্কি।
মঙ্গলবার এএফপির হাতে আসা একটি নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের ওপর শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে, তার মধ্যে রয়েছে সয়াবিন, পোলট্রি, চাল, ভুট্টা, ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক, টেক্সটাইল পণ্য, চিত্রকর্ম, ইলেকট্রিক সরঞ্জাম ও সৌন্দর্যবর্ধক প্রসাধনীসামগ্রী।
তালিকা থেকে বোরবন হুইস্কিকে বাদ দেওয়া হয়েছে ফ্রান্স ও ইতালির অনুরোধে। ইউরোপের এই দুই দেশ ওয়াইন রপ্তানিতে বড় অংশীদার, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের অ্যালকোহল পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর প্যারিস ও রোম উদ্বেগে রয়েছে।
এই প্রস্তাবিত শুল্ক তালিকা ইইউ সদস্যদেশগুলোর প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার এ নিয়ে ভোট হবে। অনুমোদন পেলে মে মাসের মাঝামাঝি সময় থেকে অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। কিছু পণ্যের ওপর, যেমন কাঠবাদাম, শুল্ক কার্যকর হতে পারে ডিসেম্বরে।
গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে। এরই জবাবে ইইউ পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে।
তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও ইইউ এখন পর্যন্ত কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ইইউ’র হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের লক্ষ্যবস্তু হবে জোটভুক্ত দেশগুলোর ২৮ বিলিয়ন ডলারের পণ্য। ইইউ’র বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিক জানিয়েছেন, নতুন শুল্কও ২৮ বিলিয়নের বেশি হবে না, কারণ সদস্যদেশগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে শুল্কের আওতায় থাকছে না যুক্তরাষ্ট্রে উৎপাদিত বোরবন হুইস্কি।
মঙ্গলবার এএফপির হাতে আসা একটি নথি থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের ওপর শুল্ক আরোপের কথা ভাবা হচ্ছে, তার মধ্যে রয়েছে সয়াবিন, পোলট্রি, চাল, ভুট্টা, ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক, টেক্সটাইল পণ্য, চিত্রকর্ম, ইলেকট্রিক সরঞ্জাম ও সৌন্দর্যবর্ধক প্রসাধনীসামগ্রী।
তালিকা থেকে বোরবন হুইস্কিকে বাদ দেওয়া হয়েছে ফ্রান্স ও ইতালির অনুরোধে। ইউরোপের এই দুই দেশ ওয়াইন রপ্তানিতে বড় অংশীদার, এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের অ্যালকোহল পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর প্যারিস ও রোম উদ্বেগে রয়েছে।
এই প্রস্তাবিত শুল্ক তালিকা ইইউ সদস্যদেশগুলোর প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার এ নিয়ে ভোট হবে। অনুমোদন পেলে মে মাসের মাঝামাঝি সময় থেকে অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। কিছু পণ্যের ওপর, যেমন কাঠবাদাম, শুল্ক কার্যকর হতে পারে ডিসেম্বরে।
গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক কার্যকর করেছে। এরই জবাবে ইইউ পাল্টা ব্যবস্থা নিতে যাচ্ছে।
তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে ২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও ইইউ এখন পর্যন্ত কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি।
ইইউ’র হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের লক্ষ্যবস্তু হবে জোটভুক্ত দেশগুলোর ২৮ বিলিয়ন ডলারের পণ্য। ইইউ’র বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিক জানিয়েছেন, নতুন শুল্কও ২৮ বিলিয়নের বেশি হবে না, কারণ সদস্যদেশগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা করা হয়েছে।