প্রযুক্তিগত উৎকর্ষে “সাংবাদিকতায় নিউ মিডিয়ার ব্যবহার” শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার সকালে ১১টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণ্যমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান।
সেমিনারে আলোচনা করেন যমুনা টেলিভিশনের যুগ্ম সম্পাদক (নিউ মিডিয়া) মুরশিদুজ্জামান হিমু। তিনি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরী এবং গণ্যমাধ্যমে ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, টিকটকের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।
সাংবাদিক ফোরামের সহ-সভাপতি রাশেদুল হাসানের সঞ্চালনায় স্বাগত ব্যক্তব রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন। সেমিনারে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাব্বির, সাধারণ সম্পাদক ঐর্শ্বয্য ইকা সহ ফোরামে সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
প্রযুক্তিগত উৎকর্ষে “সাংবাদিকতায় নিউ মিডিয়ার ব্যবহার” শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার সকালে ১১টায় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণ্যমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান।
সেমিনারে আলোচনা করেন যমুনা টেলিভিশনের যুগ্ম সম্পাদক (নিউ মিডিয়া) মুরশিদুজ্জামান হিমু। তিনি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট তৈরী এবং গণ্যমাধ্যমে ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক্স, টিকটকের ব্যবহার সম্পর্কে আলোচনা করেন।
সাংবাদিক ফোরামের সহ-সভাপতি রাশেদুল হাসানের সঞ্চালনায় স্বাগত ব্যক্তব রাখেন সাংবাদিক ফোরামের কনভেনর সহযোগী অধ্যাপক মোশারফ হোসেন মামুন। সেমিনারে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সাব্বির, সাধারণ সম্পাদক ঐর্শ্বয্য ইকা সহ ফোরামে সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।