alt

ক্যাম্পাস

দিনভর নানান ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মাহমুদ তানজীদ : রোববার, ১১ আগস্ট ২০২৪

https://sangbad.net.bd/images/2024/August/11Aug24/news/IMG-20240811-WA0019%20%281%29.jpg

*মাইক্রোবাসে নথিপত্র গায়েবের চেষ্টা, আটকে দিলেন শিক্ষার্থীরা।

*ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল।

*শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের মতবিনিময় সভা, ১৩ দাবি উপস্থাপন।

*হল উদ্ধারে ঐক্যবদ্ধভাবে কর্মসূচির আহ্বান সাদা দলের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম। তিনি বলেন, ’উপাচার্য পদত্যাগ করেছেন। তাছাড়া সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি আমাকে পদত্যাগপত্র দিয়েছেন, আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ করেনি।’

এর আগে দুপুর আড়াইটায় উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম বেঁধে দিলেও তিন ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন। এছাড়া অবিলম্বে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের জায়গায় স্থলাভিষিক্ত হন। গত বছরের ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তার নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫–এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ড. সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

https://sangbad.net.bd/images/2024/August/11Aug24/news/IMG-20240811-WA0018%20%281%29.jpg

মাইক্রোবাসে নথিপত্র গায়েবের চেষ্টা:

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলগুলো একটি মাইক্রোবাসে করে ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা আটকে দেন। পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। শিক্ষার্থীদের আশঙ্কা, অনিয়ম আর দুর্নীতি আড়াল করতে বিশ্ববিদ্যালয় থেকে এসব ফাইল সরিয়ে নেওয়া হচ্ছে। রোববার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

শিক্ষক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।

শিক্ষার্থীদের মতবিনিময় সভা ১৩ দাবি উপস্থাপন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন দাবিতে মতবিনিময় করেন। পরে ১৩টি দাবি উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ দফা দাবি হলো-

১. বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রধান এবং রেজিস্ট্রারকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। ২. ক্যাম্পাসের ভেতরে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। (ক্যাম্পাসের বাইরে তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, এটা যে কারো ব্যক্তি গত ব্যাপার। কিন্তু ক্যাম্পাসের ভেতরে সবাই সাধারণ ছাত্র।) ৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। ৪. আগে ছাত্রলীগের পদধারী ছিল এবং এর ওপর ভিত্তি করে ক্যাম্পাসে চাকরি পেয়েছে ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকসহ যারা এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতার সঙ্গে সম্পৃক্ত, শহীদ ও আহত সহযোদ্ধাদের নিয়ে ঠাট্টা টিটকারি করেছে, তাদের দুই দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। ৫. আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখের মধ্যে জকসুর নীতিমালা প্রণয়ন করে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৬. দখল হলগুলো অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। ৭. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। (সেক্ষেত্রে সেনাবাহিনীকে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করতে হবে।) ৮. শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। ৯. ক্যাফেটেরিয়ার জন্য বাজেট বরাদ্দ রেখে খাবারের মান উন্নত করতে হবে এবং অতি শিগগিরই নতুন ক্যাফেটেরিয়া নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। ১০. নারী শিক্ষার্থীদের কমন রুমের মান উন্নত করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। ১১. ক্যাম্পাসের আশপাশে চাঁদাবাজি, রাজনীতির নামে টেন্ডারবাজি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১২. পোষ্য কোটা বাতিল এবং রাজনৈতিক নিয়োগ-বাণিজ্য আজীবনের জন্য বন্ধ করতে হবে। ১৩. গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রূপ দিতে হবে।

জবির হল উদ্ধারে ঐক্যবদ্ধ কর্মসূচি:

অবিলম্বে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু, আহত শিক্ষার্থী সাজিদকে ২৪ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও বেদখল হলগুলোকে বিশ্ববিদ্যালয়ের দখলে নিয়ে আসার জন্য সকলকে ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান জানান তারা। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় জবির প্রধান সমন্বয়ক নুরু নবীকে যারা অমানুষিক নির্যাতন করেছে এবং তার আটকের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

ছবি

বাউবির উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম শুরুর ঘোষণা

ছবি

টিআইবির দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ছবি

‘কেমন বিশ্ববিদ্যালয় চাই?’— শিক্ষার্থী-শিক্ষক সংলাপ আজ

ছবি

জাবিতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন ড. এ বি এম আজিজুর রহমান

ছবি

রাজশাহীতে ছাত্রলীগের সাবেক নেতার ওপর হামলা, হাসপাতালে মৃত্যু

ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্যেন বোস পাঠাগারে হামলা: সাবেক সদস্যদের নিন্দা ও পুনরায় চালুর দাবি

ছবি

জুলাই বিপ্লব’ ২৪ এর শহীদদের স্মরণে ‘মেহফিল-ই ইনকিলাব’

বঙ্গবন্ধু মেডিকেল ভার্সিটির নতুন উপ-উপাচার্য ডাঃ মুজিবুর রহমান

জাহাঙ্গীরনগর ও রাজশাহীসহ পাঁচ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

ছবি

ডুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

জাবিতে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করলেন জিয়া হলের প্রভোস্ট

গজারিয়ায় হামদাদ বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ বাতিলসহ ৫ দফা দাবিতে আন্দোলন করেছে শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগরের ভিসি নিয়োগে ৪ নাম প্রস্তাব এক উপদেষ্টার ভাগ্নির

ছবি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় বিনা মূল্যে ধানের চারা বিতরণ

ছবি

বাকৃবি শিক্ষার্থীদের ১১ দফা দাবি মেনে নিয়েছে প্রশাসন

ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারীবান্ধব ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি

মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর নতুন আহবায়ক কমিটি

ছবি

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ‘অনির্দিষ্টকাল’ বন্ধের বিষয়টি ‘সাময়িক’, খুলছে মঙ্গলবার

ছবি

জবি’র ভূগোল বিভাগের অ্যালাইমনাই সভাপতি গোলাম রসুল, সম্পাদক আবু জাফর

ছবি

জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন ফাইয়াজ

ছবি

বন্যার্তদের জন্য ‘গণত্রাণ’ সংগ্রহ করছেন জবি শিক্ষার্থীরা

ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদত্যাগে বাধ্য করার অভিযোগ:ঢাবি শিক্ষক সমিতি

ছবি

জবি থেকে নির্দলীয় উপাচার্য চেয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান ও গণস্বাক্ষর

যবিপ্রবি উপাচার্য ও তার অনুসারীদের পদত্যাগে ২৪ ঘণ্টার আলটিমেটাম

ছবি

ঢাবির দুই অধ্যাপককে স্থায়ী ও দুজনকে সাময়িক বহিষ্কারের দাবি শিক্ষার্থীদের

ছবি

বাইরে থেকে ভিসি নিয়োগ হলে জবিতে ঢুকতে দেওয়া হবে না : শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ

ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন অনেকে

ছবি

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে বাংলাদেশ কর্ণার উদ্বোধন

শিক্ষার্থীদের তোপের মুখে ঢাবির দুই অনুষদের ডিনের পদত্যাগ

চাঁবিপ্রবির উপাচার্যের পদত্যাগ দাবিতে ফের শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ছবি

জবিকে ধুপখোলা মাঠ বুঝিয়ে দিলো জেলা প্রশাসন

ছবি

নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন জবির সমন্বয়ক নূর নবী

জবিতে মৌখিকভাবে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পদত্যাগ

ছবি

উপাচার্যসহ প্রশাসনকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন জবি শিক্ষার্থীরা

tab

ক্যাম্পাস

দিনভর নানান ঘটনায় উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মাহমুদ তানজীদ

রোববার, ১১ আগস্ট ২০২৪

https://sangbad.net.bd/images/2024/August/11Aug24/news/IMG-20240811-WA0019%20%281%29.jpg

*মাইক্রোবাসে নথিপত্র গায়েবের চেষ্টা, আটকে দিলেন শিক্ষার্থীরা।

*ইংরেজি বিভাগের শিক্ষক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল।

*শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়কদের মতবিনিময় সভা, ১৩ দাবি উপস্থাপন।

*হল উদ্ধারে ঐক্যবদ্ধভাবে কর্মসূচির আহ্বান সাদা দলের।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমসহ রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি পদত্যাগ করেছেন। রোববার সন্ধ্যায় পদত্যাগপত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম। তিনি বলেন, ’উপাচার্য পদত্যাগ করেছেন। তাছাড়া সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি আমাকে পদত্যাগপত্র দিয়েছেন, আমিও পদত্যাগ করেছি। শুধু ট্রেজারার পদত্যাগ করেনি।’

এর আগে দুপুর আড়াইটায় উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাদের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা আল্টিমেটাম বেঁধে দিলেও তিন ঘণ্টার মধ্যে পদত্যাগ করেন। এছাড়া অবিলম্বে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ এবং প্রথম নারী উপাচার্য হিসেবে ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রয়াত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের জায়গায় স্থলাভিষিক্ত হন। গত বছরের ৩০ নভেম্বর রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সাদেকা হালিমকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তার নিয়োগ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫–এর ১০ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে ওই মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন। উপাচার্য পদে তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ড. সাদেকা হালিম বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

https://sangbad.net.bd/images/2024/August/11Aug24/news/IMG-20240811-WA0018%20%281%29.jpg

মাইক্রোবাসে নথিপত্র গায়েবের চেষ্টা:

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইলগুলো একটি মাইক্রোবাসে করে ক্যাম্পাসের বাইরে চলে গেলেও সিএমএম কোর্টের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা আটকে দেন। পরে মাইক্রোবাসটি ক্যাম্পাসে নিয়ে আসা হয়। শিক্ষার্থীদের আশঙ্কা, অনিয়ম আর দুর্নীতি আড়াল করতে বিশ্ববিদ্যালয় থেকে এসব ফাইল সরিয়ে নেওয়া হচ্ছে। রোববার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

শিক্ষক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে পুনর্বহাল করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ-এর আবেদনের পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের রিপোর্ট সাপেক্ষে ১১ আগস্ট থেকে ইংরেজি বিভাগে পুনর্বহাল করা হলো।

শিক্ষার্থীদের মতবিনিময় সভা ১৩ দাবি উপস্থাপন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন দাবিতে মতবিনিময় করেন। পরে ১৩টি দাবি উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়ক নূর নবী। রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৩ দফা দাবি হলো-

১. বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টরসহ সম্পূর্ণ প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট ও ছাত্রকল্যাণ দপ্তরের প্রধান এবং রেজিস্ট্রারকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। ২. ক্যাম্পাসের ভেতরে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে। (ক্যাম্পাসের বাইরে তার রাজনৈতিক পরিচয় থাকতে পারে, এটা যে কারো ব্যক্তি গত ব্যাপার। কিন্তু ক্যাম্পাসের ভেতরে সবাই সাধারণ ছাত্র।) ৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসার সার্বিক খরচ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে। ৪. আগে ছাত্রলীগের পদধারী ছিল এবং এর ওপর ভিত্তি করে ক্যাম্পাসে চাকরি পেয়েছে ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষকসহ যারা এখনও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতার সঙ্গে সম্পৃক্ত, শহীদ ও আহত সহযোদ্ধাদের নিয়ে ঠাট্টা টিটকারি করেছে, তাদের দুই দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। ৫. আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখের মধ্যে জকসুর নীতিমালা প্রণয়ন করে একটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ৬. দখল হলগুলো অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট বরাদ্দ দিতে হবে। ৭. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। (সেক্ষেত্রে সেনাবাহিনীকে বাস্তবায়নের দায়িত্ব প্রদান করতে হবে।) ৮. শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক নিয়োগে ক্যাম্পাসের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিতে হবে। গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে। ৯. ক্যাফেটেরিয়ার জন্য বাজেট বরাদ্দ রেখে খাবারের মান উন্নত করতে হবে এবং অতি শিগগিরই নতুন ক্যাফেটেরিয়া নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। ১০. নারী শিক্ষার্থীদের কমন রুমের মান উন্নত করতে হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যৌন হয়রানির বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে। ১১. ক্যাম্পাসের আশপাশে চাঁদাবাজি, রাজনীতির নামে টেন্ডারবাজি বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১২. পোষ্য কোটা বাতিল এবং রাজনৈতিক নিয়োগ-বাণিজ্য আজীবনের জন্য বন্ধ করতে হবে। ১৩. গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রূপ দিতে হবে।

জবির হল উদ্ধারে ঐক্যবদ্ধ কর্মসূচি:

অবিলম্বে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু, আহত শিক্ষার্থী সাজিদকে ২৪ ঘণ্টার মধ্যে বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও বেদখল হলগুলোকে বিশ্ববিদ্যালয়ের দখলে নিয়ে আসার জন্য সকলকে ঐক্যবদ্ধ কর্মসূচির আহ্বান জানান তারা। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্চে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় জবির প্রধান সমন্বয়ক নুরু নবীকে যারা অমানুষিক নির্যাতন করেছে এবং তার আটকের সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

back to top