জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ড. এ বি এম আজিজুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) জনাব মোঃ আবু হাসান গত ০৮-০৮-২০২৪ তারিখ পূর্বাহ্ন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩-এর ১২(৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) ড. এ বি এম আজিজুর রহমানকে ১২-০৯-২০২৪ তারিখ পূর্বাহ্ন হতে ৬ (ছয়) মাসের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।
তিনি প্রচলিত নিয়মে দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ড. এ বি এম আজিজুর রহমানকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ মাহতাব-উজ-জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, এই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) জনাব মোঃ আবু হাসান গত ০৮-০৮-২০২৪ তারিখ পূর্বাহ্ন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যাক্ট ১৯৭৩-এর ১২(৬) ধারা বলে রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) ড. এ বি এম আজিজুর রহমানকে ১২-০৯-২০২৪ তারিখ পূর্বাহ্ন হতে ৬ (ছয়) মাসের জন্য ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব প্রদান করা হলো।
তিনি প্রচলিত নিয়মে দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর বলে গণ্য হবে।