বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে আজ বুধবার টানা দ্বিতীয় দিনের মতো তারা সব ধরনের ক্লাস ও পরীক্ষায় অংশ নেননি।
এদিকে বুয়েট কর্তৃপক্ষ আজ বেশ কিছু শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে। তবে কতজনের আসন বাতিল হয়েছে, সে সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, হলের শান্তি রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীদের আসন বাতিল করা হয়েছে।
বুয়েট শিক্ষার্থীরা জানান, তাঁরা ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং তাদের সবার আসন বাতিল করা হয়েছে। অভিযোগের বাইরে থাকা কিছু শিক্ষার্থীর সিটও বাতিল করা হয়েছে, যাদের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় ফিরে আসবেন না এবং রাতের মধ্যে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ছাত্রলীগ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। এর অংশ হিসেবে আজ বুধবার টানা দ্বিতীয় দিনের মতো তারা সব ধরনের ক্লাস ও পরীক্ষায় অংশ নেননি।
এদিকে বুয়েট কর্তৃপক্ষ আজ বেশ কিছু শিক্ষার্থীর হলের আসন বাতিল করেছে। তবে কতজনের আসন বাতিল হয়েছে, সে সংখ্যা নির্দিষ্টভাবে জানা যায়নি। ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক বলেন, হলের শান্তি রক্ষায় অভিযুক্ত শিক্ষার্থীদের আসন বাতিল করা হয়েছে।
বুয়েট শিক্ষার্থীরা জানান, তাঁরা ৫৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং তাদের সবার আসন বাতিল করা হয়েছে। অভিযোগের বাইরে থাকা কিছু শিক্ষার্থীর সিটও বাতিল করা হয়েছে, যাদের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা ক্লাস-পরীক্ষায় ফিরে আসবেন না এবং রাতের মধ্যে নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।