রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে এবং আইন ও মার্কেটিং বিভাগের ক্লাস-পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে, এবং আইন বিভাগের একাডেমিক ভবনে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬-এ মার্কেটিং ও আইন বিভাগের মধ্যে খেলা চলাকালে স্লেজিংয়ের কারণে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি সভা আয়োজন করে, এবং দুই বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চালাবে। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, “খেলাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা দুঃখজনক, তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্লেজিংকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৩৪ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করেছে এবং আইন ও মার্কেটিং বিভাগের ক্লাস-পরীক্ষা আগামীকাল স্থগিত করা হয়েছে।
আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়াম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে, এবং আইন বিভাগের একাডেমিক ভবনে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের রাউন্ড-১৬-এ মার্কেটিং ও আইন বিভাগের মধ্যে খেলা চলাকালে স্লেজিংয়ের কারণে তর্ক-বিতর্ক শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে উভয় পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে, এতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি সভা আয়োজন করে, এবং দুই বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চালাবে। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা চলছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেছেন, “খেলাকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা দুঃখজনক, তবে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”