আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া এ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বেলা সাড়ে ১১টায় টিএসসির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "যদি প্রধান উপদেষ্টা মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তবে গণভোটের আয়োজন করুন।"
উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "উপদেষ্টা কীভাবে ও কোন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হচ্ছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এসবের জবাব চাই।"
সমাবেশে আরও বক্তব্য দেন মো. জিয়াউর রহমান ও আহমেদ ইসমাইল। কফিন মিছিলে ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীসহ কিছু সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শক্তির কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি।
বুধবার, ২০ নভেম্বর ২০২৪
আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তি ও তাদের অপতৎপরতা নিষিদ্ধের দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতীকী কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া এ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে বেলা সাড়ে ১১টায় টিএসসির সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে বলেন, "যদি প্রধান উপদেষ্টা মনে করেন আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, তবে গণভোটের আয়োজন করুন।"
উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, "উপদেষ্টা কীভাবে ও কোন ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হচ্ছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এসবের জবাব চাই।"
সমাবেশে আরও বক্তব্য দেন মো. জিয়াউর রহমান ও আহমেদ ইসমাইল। কফিন মিছিলে ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীসহ কিছু সাধারণ মানুষ অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা দাবি করেন, দেশের গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী শক্তির কার্যক্রম নিষিদ্ধ করা জরুরি।