বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ), বাংলাদেশ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ‘এআই ফর ইমারসিভ টেকনোলজি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের এসব প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সময় বের করে নিবে, কারণ এটাই তাদের ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BDSET প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েটের পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে ডি ক্রাউড আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রক্তিম শর্মা।
এই প্রশিক্ষণ কর্মশালাটি ডি ক্রাউড আইটি লিমিটেডের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি) অনুষ্ঠানটির সামগ্রিক সমন্বয় করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ), বাংলাদেশ এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ‘এআই ফর ইমারসিভ টেকনোলজি’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মোহাম্মদ আবু ইউসুফ বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের এসব প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সময় বের করে নিবে, কারণ এটাই তাদের ভবিষ্যতের সাফল্যের চাবিকাঠি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BDSET প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইটি বিজনেস ইনকিউবেটর চুয়েটের পরিচালক অধ্যাপক ড. মো. মশিউল হক এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান এবং BDSET প্রকল্পের পক্ষে ডি ক্রাউড আইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রক্তিম শর্মা।
এই প্রশিক্ষণ কর্মশালাটি ডি ক্রাউড আইটি লিমিটেডের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোলাবোরেশন সেল (এনআইসিসি) অনুষ্ঠানটির সামগ্রিক সমন্বয় করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।