রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আতিয়ার রহমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক এবং বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপাচার্যের মেয়াদ হবে চার বছর, তিনি তার আগের পদ অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে এ নিয়োগ বাতিল করতে পারবেন।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন দেখা যায়। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ তৎকালীন উপাচার্য সেলিনা আখতার এবং প্রো-ভিসি কাঞ্চন চাকমাকে পদত্যাগে বাধ্য করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়টি কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়ে।
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আতিয়ার রহমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক এবং বায়োলজিক্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিনের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন উপাচার্যের মেয়াদ হবে চার বছর, তিনি তার আগের পদ অনুযায়ী বেতন-ভাতা পাবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে এ নিয়োগ বাতিল করতে পারবেন।
গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পরিবর্তন দেখা যায়। রাবিপ্রবিতেও শিক্ষার্থী ও শিক্ষকদের একাংশ তৎকালীন উপাচার্য সেলিনা আখতার এবং প্রো-ভিসি কাঞ্চন চাকমাকে পদত্যাগে বাধ্য করেন। এর ফলে বিশ্ববিদ্যালয়টি কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়ে।