ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা শুধুমাত্র গেজেটভুক্ত নিহত ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, “এই সুবিধার আওতায় নিহত ও আহতদের স্ত্রী, ছেলে ও মেয়ে অগ্রাধিকার পাবেন। তবে এঁরা না থাকলে তাঁদের ভাই অথবা বোনও এই সুবিধা পাবেন।”
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্রদের আন্দোলন। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের জুলাই মাসে ফের কোটা বাতিলের দাবিতে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ শুরু হয়, যা পরে ‘এক দফা আন্দোলন’ হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন চলাকালে সংঘর্ষ, ধরপাকড় ও সহিংসতার ঘটনায় কয়েকজন নিহত ও বহু শিক্ষার্থী আহত হন।
তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সোমবার, ২৬ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সুবিধা শুধুমাত্র গেজেটভুক্ত নিহত ও তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, সম্প্রতি অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি বলেন, “এই সুবিধার আওতায় নিহত ও আহতদের স্ত্রী, ছেলে ও মেয়ে অগ্রাধিকার পাবেন। তবে এঁরা না থাকলে তাঁদের ভাই অথবা বোনও এই সুবিধা পাবেন।”
২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় ছাত্রদের আন্দোলন। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের জুলাই মাসে ফের কোটা বাতিলের দাবিতে ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ শুরু হয়, যা পরে ‘এক দফা আন্দোলন’ হয়ে সারাদেশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলন চলাকালে সংঘর্ষ, ধরপাকড় ও সহিংসতার ঘটনায় কয়েকজন নিহত ও বহু শিক্ষার্থী আহত হন।
তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।