জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নম্বর জালিয়াতির বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে অর্থনীতি বিভাগের ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা এবং পুনঃপরীক্ষণ/পুনঃমূল্যায়নপূর্বক ফের ফল প্রস্তুতের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
একইসঙ্গে বিবাদীদের কেন ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার ফল পুনঃপরীক্ষণ/পুনঃমূল্যায়নের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, অর্থনীতি বিভাগের সভাপতি এবং ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকে ৪ সপ্তাহের মধ্যে রুরের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার, ০১ আগস্ট ২০২২
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নম্বর জালিয়াতির বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রুলে অর্থনীতি বিভাগের ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা এবং পুনঃপরীক্ষণ/পুনঃমূল্যায়নপূর্বক ফের ফল প্রস্তুতের ব্যর্থতা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে।
একইসঙ্গে বিবাদীদের কেন ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষার ফল পুনঃপরীক্ষণ/পুনঃমূল্যায়নের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শিহাব উদ্দিন খান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন, অর্থনীতি বিভাগের সভাপতি এবং ২০১৮ সালের মাস্টার্স পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকে ৪ সপ্তাহের মধ্যে রুরের জবাব দিতে বলা হয়েছে।