বিএনপির গণঅবস্থান কর্মসূচি প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ছাত্রজনতার গণমিছিল’ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বুধবার সকাল সাড়ে এগারোটায় এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপ (ডাস) থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থানরত কেন্দ্রীয় ছাত্রলীগের ‘অবস্থান কর্মসূচিতে’ এসে মিলিত হয়।
গণমিছিলে ছাত্রলীগের সাথে রিকশাচালক, শ্রমিক, চা দোকানদারসহ অন্যান্য পেশার লোকজনও যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, নৈরাজ্যবাদী, অগ্নিসন্ত্রাসী, স্বাধীনতাবিরোধী বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে সর্বস্তরের জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকের এই ‘ছাত্রজনতার গণমিছিল’ সেটিই প্রমাণ করে। বিএনপির যেকোনো অপতৎপরতাকে রুখে দেওয়ার জন্য ছাত্রলীগ পূর্বের ন্যায় সবসময় রাজপথে তৎপর থাকবে।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান আজ। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করা হবে।
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩
বিএনপির গণঅবস্থান কর্মসূচি প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ছাত্রজনতার গণমিছিল’ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
বুধবার সকাল সাড়ে এগারোটায় এ গণমিছিলটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সড়কদ্বীপ (ডাস) থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থানরত কেন্দ্রীয় ছাত্রলীগের ‘অবস্থান কর্মসূচিতে’ এসে মিলিত হয়।
গণমিছিলে ছাত্রলীগের সাথে রিকশাচালক, শ্রমিক, চা দোকানদারসহ অন্যান্য পেশার লোকজনও যোগ দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, নৈরাজ্যবাদী, অগ্নিসন্ত্রাসী, স্বাধীনতাবিরোধী বিএনপির গণঅবস্থান কর্মসূচিকে সর্বস্তরের জনগণ প্রত্যাখ্যান করেছে। আজকের এই ‘ছাত্রজনতার গণমিছিল’ সেটিই প্রমাণ করে। বিএনপির যেকোনো অপতৎপরতাকে রুখে দেওয়ার জন্য ছাত্রলীগ পূর্বের ন্যায় সবসময় রাজপথে তৎপর থাকবে।
প্রসঙ্গত, সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির দ্বিতীয় কর্মসূচি গণঅবস্থান আজ। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব বিভাগীয় শহরে একযোগে ৪ ঘণ্টার এ কর্মসূচি পালন করা হবে।