alt

এক প্রতিবাদী ফুলপরীর গল্প

রুমি নোমান, ইবি : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার অখ্যাত এক গ্রাম শিবপুরে জন্ম তার। ভ্যানচালক বাবা ও গৃহিণী মায়ের চার সন্তানের মধ্যে তিনি তৃতীয়। বড় দুই ভাইবোন উচ্চশিক্ষার সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে অধ্যয়নরত। অগ্রজদের দেখানো পথেই হেঁটেছেন তিনিও। চোখে মুখে স্বপ্ন আর উচ্ছ্বাস নিয়ে পা রাখেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় ক্লাস। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বিপত্তি দেখা দেয় আবাসিক হলে ওঠা নিয়ে। এরপর দুই দফায় নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যান আপন নীড়ে। কিন্তু থেমে যাননি তিনি। সেই অদম্য প্রতিবাদী কন্যার নাম ফুলপরী খাতুন।

জানা যায়, ঘটনাটি ছিল ছাত্রলীগ নেত্রীর অনুমতি নেয়া কে কেন্দ্র করে। দেশরত্ন শেখ হাসিনা আবাসিক হলে ফুলপরী ওঠেন এক পরিচিত বড় বোনের সিটে। বিষয়টি জানতে পেরে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।

তবে এ ঘটনায় চুপসে যাননি তিনি। বাবার সাহস আর পরিবারের সহযোগিতায় আবারো ফিরে আসেন ক্যাম্পাসে। প্রতিবাদমুখর হয়ে গত ১৪ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর অভিযোগ দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুলপরী বলেন, বাবা কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। তিনি হয়তো খুব ক্ষুদ্র পেশার মানুষ কিন্তু সে সৎ ও নিষ্ঠাবান।

আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের সঙ্গে আপোস না করতে। এমনকি তিনি আজীবন এভাবেই অন্যায়ের প্রতিবাদ করবেন বলে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।

ওই শিক্ষার্থী বলেন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করবো না। আমি আমার সাধ্যমত অন্যায়ের প্রতিবাদ করে যাবো।

তার এ সাহসিকতাকে সাধুবাদ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের নানা মানুষ। তাদের ভাষ্যমতে, প্রতিবাদী হতে যে মানসিকতা বা সাহস থাকা দরকার ফুলপরী সেটা দেখিয়েছে। আর প্রতিবাদ করলে যে হাজারো মানুষ তার পাশে দাঁড়াতে পারে, তারও উদাহরণ ফুলপরীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি লক্ষ্য করলে বোঝা যায়।

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মুঈদ রহমান বলেন, আমরা যখন রাজনীতি করতাম শিক্ষার্থীদের কীভাবে সহযোগিতা করা যায়। কিন্তু এখন হচ্ছে জবরদস্তিমূলক সংগঠন। জাতীয়ভাবে এর পরিবর্তন না হলে, এই ধরনের মানসিকতা পরিবর্তন কঠিন। তবে ফুলপরী যে প্রতিবাদ করেছে, সে সমাজের তথা রাজনীতির অসহিষ্ণু অবস্থা তুলে ধরেছে। আমি তাকে সাধুবাদ জানাই।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাইয়ের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকারিয়া হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংস্কৃতিক বন্ধ্যাত্বসহ নানা বিষয়ে প্রতিবাদ করেছি। কারণ প্রতিবাদই হতে পারে মুক্তির পথ। এর জন্য আমরাও বিভিন্ন সময় হুমকি ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু সমাজের যেকোন অসঙ্গতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। ফুলপরী সেটি করে দেখিয়েছে।

ফুলপরীর বাবা আতাউর রহমান বলেন, আমার মেয়ে বাড়ি এসে আমার কাছে ঘটনা বলল। তখন ভেবেছি আজ আমার মেয়ের ওপর হয়েছে, সামনে আরও হাজার হাজার মেয়ের ওপর হবে। অন্যায়ের প্রতিবাদ করছি আমরা, যাতে অন্যায় প্রশ্রয় না পায়। আমি এর সুষ্ঠু বিচার ও কঠিন শাস্তি চাই। আমার মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তা যেন অন্য কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে না ঘটে।

সেদিন রাতের ঘটনা উল্লেখ করে ফুলপরী বলেন, অন্তরা আপু, তাবাসসুম, উর্মি, মিম, মুয়াবিয়াসহ ৭-৮ জন আপু উপস্থিত ছিল। তারা নানাভাবে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আপুরা হুমকি দিয়ে বলছিল, ‘এসব বাইরে বললে একেবারে মেরে ফেলবো। তোকে উলঙ্গ করে এখান থেকে বের করে দেব। এই কথা বাইরে গেলে ভিডিও ভাইরাল করে দেব।’

তারা আমাকে নির্যাতন করে আনন্দ পাচ্ছিল, হাসাহাসি করছিল। তারা এতটাই মজা পাচ্ছিলেন যে রাত পার হয়ে যাচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই এমন নির্যাতনের পর অনেকেই ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু ওই হলের কেউ কিছু বলার সাহস পায়নি।

ফুলপরী আরও বলেন, আমার সঙ্গে যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। তবে অভিযুক্তদের এমন শাস্তি হোক যেন আর কেউ এমন কিছু করার সাহস না দেখায়। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আর আমি ক্যাম্পাসে ফিরতে চাই। নিয়মিত ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চাই। আগের থেকে আরও বেশি পড়াশোনা করে আমার স্বপ্ন পূরণ করতে চাই।

কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফুলপরীও গণমাধ্যমের মুখোমুখি হতে হতে ক্লান্ত অনেকটা। তবু তার চোখে মুখে কিছুটা তৃপ্তির পাশাপাশি সন্ধিহান দৃষ্টি। সে দৃষ্টি যেনো বলে উঠছে, আসলেই কি আমি বিচার পাবো? স্বাভাবিক ভাবে পড়াশোনা করে স্বপ্ন যাত্রায় অংশ নিতে পারবো কি?

এ প্রশ্নের জবাব কেবলই মিলতে পারে, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে।

প্রসঙ্গত, এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন। তখন তাদের লিখিত আবেদন দিতে বলেন আদালত। সে অনুসারে তারা জনস্বার্থে রিট করেন।

গত ১৭ ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশনা দেয়া হয়। গত ১৯ ফেব্রুয়ারি গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

এরই মাঝে গত শনিবার, সোমবার ও বুধবার ভুক্তভোগী এবং অভিযুক্তদের তদন্ত সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।

এছাড়া ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, সাদা দল, জিয়া পরিষদ থেকে প্রতিবাদলিপি, মানববন্ধনসহ সারাদেশে নিন্দার ঝড় উঠেছে।

সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়: ত্রিমুখী অবস্থানে শিক্ষক-শিক্ষার্থীরা

ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল ঘোষণা

ছবি

রাকসু: উৎসবের হাওয়া,অভিনব কায়দায় নির্বাচনী প্রচারণা

ছবি

রাকসু: ভোটের আগে উপাচার্যের ক্ষমতা নিয়ে বিতর্ক

ছবি

দাবি মেনে নেওয়ায় অনশন ভাঙলেন জবি শিক্ষার্থীরা

ছবি

রাকসু নির্বাচনকে ঘিরে শিবির ও ছাত্রদলের ভিন্ন ভিন্ন দাবি

ছবি

ফের পোষ্য কোটা পুনর্বহালের দাবি, অন্যথায় ১৯ সেপ্টেম্বর থেকে লাগাতার কর্মসূচি

ছবি

‘কাকতাড়ুয়া দহন’ কর্মসূচি দিয়ে সড়ক ছাড়লেন কারিগরির শিক্ষার্থীরা

ছবি

জকসু: ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন

ছবি

রাকসু: হাতে ভোট গোণা ও ৫ দাবি ছাত্রদলের, স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটের সিদ্ধান্ত

ছবি

সাজেকে চাঁন্দের গাড়ি খাদে, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

ছবি

চাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ল

ছবি

জগন্নাথ: নির্বাচনসহ ৩ দাবিতে ৪ জনের অনশনে ৩ জন অসুস্থ

চাকসু নির্বাচনে মনোনয়ন নেওয়ার সময় বাড়ল এক দিন

ছবি

গাজীপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলপথ অবরোধ, বিক্ষোভ

ছবি

রাকসু: ১৭ কেন্দ্রে ভোট, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

ছবি

জকসুসহ ৩ দাবিতে বাগছাস ও ছাত্র অধিকারের অনশন

ছবি

ডাকসু নির্বাচন: ভোট হাতে গণনার আবেদন উমামা ফাতেমার

ছবি

এক সপ্তাহের মধ্যে জকসু নির্বাচনের রূপরেখাসহ ৫ দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

ছবি

নারায়ণগঞ্জ চারুকলায় মাস্টার্স প্রোগ্রাম চালুর দাবি, প্রো-ভিসির আশ্বাস

ছবি

রাকসু: চূড়ান্ত প্রার্থী তালিকা, ভিপি পদে ১৮

ছবি

জাকসু নির্বাচন নিয়ে ১৬ অভিযোগ: নিরপেক্ষ তদন্ত দাবি শিক্ষক নেটওয়ার্কের

ছবি

রাকসু: তিন সাবেক সমন্বয়কের ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল, শিবিরের ‘ছায়ার’ গুঞ্জন

ছবি

জাকসু: ভোট গণনায় অসঙ্গতি, বৈধ ভোটের চেয়ে বেশী ভোটের হিসাব, বিজয়ী ঘোষণা করে পরে বাতিল

ছবি

রাকসু: নির্বাচনী প্রচারণায় মানতে হবে যেসব নিয়ম

ছবি

রাকসু: বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন হল সংসদে নির্বাচিত

ছবি

ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে ঘোষিত নয়টি প্যানেল

ছবি

চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, প্রথম দিনেই সংগ্রহ ২৮টি

ছবি

রাকসু: স্বতন্ত্র প্রার্থীদের একাংশের প্যানেল, তবে নেই ভিপি, জিএস, এজিএস

ছবি

ডাকসুর প্রথম সভায় সিনেটের জন্য ৫ প্রতিনিধি মনোনীত

ছবি

৩৫ বছর পর চাকসু: মনোনয়নপত্র বিতরণ শুরু

ছবি

রাকসুর নীতিমালা সংশোধন, লটারিতে নির্ধারিত হবে ব্যালট নম্বর

জাকসু নির্বাচন গ্রহণযোগ্যতা হারায়নি: নবনির্বাচিত জিএস মাজহারুল

ছবি

রাকসু: আচরণবিধি ‘লঙ্ঘন’ করে চলছে প্রচার-প্রচারণা

ছবি

অব্যবস্থাপনায় প্রশ্নবিদ্ধ নির্বাচনে জাকসুতেও অধিকাংশ শিবির, তবে ভিপি স্বতন্ত্র সাবেক ছাত্রলীগ

tab

এক প্রতিবাদী ফুলপরীর গল্প

রুমি নোমান, ইবি

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩

পাবনা জেলার আটঘরিয়া উপজেলার অখ্যাত এক গ্রাম শিবপুরে জন্ম তার। ভ্যানচালক বাবা ও গৃহিণী মায়ের চার সন্তানের মধ্যে তিনি তৃতীয়। বড় দুই ভাইবোন উচ্চশিক্ষার সর্বোচ্চ দুটি বিদ্যাপীঠে অধ্যয়নরত। অগ্রজদের দেখানো পথেই হেঁটেছেন তিনিও। চোখে মুখে স্বপ্ন আর উচ্ছ্বাস নিয়ে পা রাখেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয়ে। গত ৮ ফেব্রুয়ারি শুরু হয় ক্লাস। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু হঠাৎ বিপত্তি দেখা দেয় আবাসিক হলে ওঠা নিয়ে। এরপর দুই দফায় নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যান আপন নীড়ে। কিন্তু থেমে যাননি তিনি। সেই অদম্য প্রতিবাদী কন্যার নাম ফুলপরী খাতুন।

জানা যায়, ঘটনাটি ছিল ছাত্রলীগ নেত্রীর অনুমতি নেয়া কে কেন্দ্র করে। দেশরত্ন শেখ হাসিনা আবাসিক হলে ফুলপরী ওঠেন এক পরিচিত বড় বোনের সিটে। বিষয়টি জানতে পেরে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।

তবে এ ঘটনায় চুপসে যাননি তিনি। বাবার সাহস আর পরিবারের সহযোগিতায় আবারো ফিরে আসেন ক্যাম্পাসে। প্রতিবাদমুখর হয়ে গত ১৪ ফেব্রুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হল প্রাধ্যক্ষ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টা বরাবর অভিযোগ দেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুলপরী বলেন, বাবা কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি। তিনি হয়তো খুব ক্ষুদ্র পেশার মানুষ কিন্তু সে সৎ ও নিষ্ঠাবান।

আমাদেরকে শিখিয়েছেন অন্যায়ের সঙ্গে আপোস না করতে। এমনকি তিনি আজীবন এভাবেই অন্যায়ের প্রতিবাদ করবেন বলে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।

ওই শিক্ষার্থী বলেন, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোস করবো না। আমি আমার সাধ্যমত অন্যায়ের প্রতিবাদ করে যাবো।

তার এ সাহসিকতাকে সাধুবাদ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও দেশের নানা মানুষ। তাদের ভাষ্যমতে, প্রতিবাদী হতে যে মানসিকতা বা সাহস থাকা দরকার ফুলপরী সেটা দেখিয়েছে। আর প্রতিবাদ করলে যে হাজারো মানুষ তার পাশে দাঁড়াতে পারে, তারও উদাহরণ ফুলপরীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনাটি লক্ষ্য করলে বোঝা যায়।

বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মুঈদ রহমান বলেন, আমরা যখন রাজনীতি করতাম শিক্ষার্থীদের কীভাবে সহযোগিতা করা যায়। কিন্তু এখন হচ্ছে জবরদস্তিমূলক সংগঠন। জাতীয়ভাবে এর পরিবর্তন না হলে, এই ধরনের মানসিকতা পরিবর্তন কঠিন। তবে ফুলপরী যে প্রতিবাদ করেছে, সে সমাজের তথা রাজনীতির অসহিষ্ণু অবস্থা তুলে ধরেছে। আমি তাকে সাধুবাদ জানাই।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাইয়ের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জাকারিয়া হায়দার বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংস্কৃতিক বন্ধ্যাত্বসহ নানা বিষয়ে প্রতিবাদ করেছি। কারণ প্রতিবাদই হতে পারে মুক্তির পথ। এর জন্য আমরাও বিভিন্ন সময় হুমকি ও নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু সমাজের যেকোন অসঙ্গতির বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত। ফুলপরী সেটি করে দেখিয়েছে।

ফুলপরীর বাবা আতাউর রহমান বলেন, আমার মেয়ে বাড়ি এসে আমার কাছে ঘটনা বলল। তখন ভেবেছি আজ আমার মেয়ের ওপর হয়েছে, সামনে আরও হাজার হাজার মেয়ের ওপর হবে। অন্যায়ের প্রতিবাদ করছি আমরা, যাতে অন্যায় প্রশ্রয় না পায়। আমি এর সুষ্ঠু বিচার ও কঠিন শাস্তি চাই। আমার মেয়ের ওপর যে অত্যাচার হয়েছে তা যেন অন্য কোন বিশ্ববিদ্যালয় বা কলেজে না ঘটে।

সেদিন রাতের ঘটনা উল্লেখ করে ফুলপরী বলেন, অন্তরা আপু, তাবাসসুম, উর্মি, মিম, মুয়াবিয়াসহ ৭-৮ জন আপু উপস্থিত ছিল। তারা নানাভাবে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আপুরা হুমকি দিয়ে বলছিল, ‘এসব বাইরে বললে একেবারে মেরে ফেলবো। তোকে উলঙ্গ করে এখান থেকে বের করে দেব। এই কথা বাইরে গেলে ভিডিও ভাইরাল করে দেব।’

তারা আমাকে নির্যাতন করে আনন্দ পাচ্ছিল, হাসাহাসি করছিল। তারা এতটাই মজা পাচ্ছিলেন যে রাত পার হয়ে যাচ্ছে সেদিকে তাদের খেয়াল নেই এমন নির্যাতনের পর অনেকেই ভয়ে আতঙ্কগ্রস্ত ছিল। কিন্তু ওই হলের কেউ কিছু বলার সাহস পায়নি।

ফুলপরী আরও বলেন, আমার সঙ্গে যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। তবে অভিযুক্তদের এমন শাস্তি হোক যেন আর কেউ এমন কিছু করার সাহস না দেখায়। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আর আমি ক্যাম্পাসে ফিরতে চাই। নিয়মিত ক্লাস, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চাই। আগের থেকে আরও বেশি পড়াশোনা করে আমার স্বপ্ন পূরণ করতে চাই।

কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যায়। ফুলপরীও গণমাধ্যমের মুখোমুখি হতে হতে ক্লান্ত অনেকটা। তবু তার চোখে মুখে কিছুটা তৃপ্তির পাশাপাশি সন্ধিহান দৃষ্টি। সে দৃষ্টি যেনো বলে উঠছে, আসলেই কি আমি বিচার পাবো? স্বাভাবিক ভাবে পড়াশোনা করে স্বপ্ন যাত্রায় অংশ নিতে পারবো কি?

এ প্রশ্নের জবাব কেবলই মিলতে পারে, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে।

প্রসঙ্গত, এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের নজরে আনেন আইনজীবী গাজী মো. মহসীন ও আজগর হোসেন তুহিন। তখন তাদের লিখিত আবেদন দিতে বলেন আদালত। সে অনুসারে তারা জনস্বার্থে রিট করেন।

গত ১৭ ফেব্রুয়ারি রিটের শুনানি শেষে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও একজন প্রশাসন ক্যাডারের কর্মকর্তার সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া অভিযুক্তদের ক্যাম্পাসের বাইরে রাখার নির্দেশনা দেয়া হয়। গত ১৯ ফেব্রুয়ারি গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি।

এরই মাঝে গত শনিবার, সোমবার ও বুধবার ভুক্তভোগী এবং অভিযুক্তদের তদন্ত সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।

এছাড়া ঘটনার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন, অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, সাদা দল, জিয়া পরিষদ থেকে প্রতিবাদলিপি, মানববন্ধনসহ সারাদেশে নিন্দার ঝড় উঠেছে।

back to top