বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে থেকে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের দপ্তর সম্পাদক অরুপ দাস শ্যামের পরিচালনায় ও সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা খাতে যথাক্রমে মোট জিডিপির ২.০৮ ভাগ এবং ১.৮৩ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছিল। বর্তমান অর্থবছরে সেটা কমে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে যুক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত এই টাকার একটা বড় অংশই অবকাঠামোগত ব্যয় এবং বেতন ভাতা দিতে যাবে।
বক্তারা আরো বলেন, পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের ধারক ফ্যাসিবাদী আওয়ামী সরকার একদিকে সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে চলছে, বৈদেশিক ঋণ নিয়ে উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে, যা লুটপাটের ক্ষেত্র তৈরি করছে। একই সাথে জনগণের ঋণের বোঝা বাড়িয়ে চলেছে। উচ্চ শিক্ষায় নব্য উদারবাদী নীতি প্রণয়নের দ্বারা শিক্ষার বাণিজ্যিকীকরণকে তরান্বিত করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পুঁজির স্বার্থ রক্ষার্থে বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে আওয়ামী সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি সহ বিভিন্ন সেবা খাতে ভর্তুকি কমাচ্ছে। শিক্ষা নিয়ে সরকরের যে দর্শন সেটার প্রকাশ ঘটেছে বাজেটে। ক্রমাগত শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বেসরকারীকরণের মধ্যে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণ করতে চায় সরকার।
বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩
বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে অর্থমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে থেকে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি জানায় সংগঠনটি।
সংগঠনের দপ্তর সম্পাদক অরুপ দাস শ্যামের পরিচালনায় ও সভাপতি সালমান সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা খাতে যথাক্রমে মোট জিডিপির ২.০৮ ভাগ এবং ১.৮৩ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছিল। বর্তমান অর্থবছরে সেটা কমে দাঁড়িয়েছে ১.৭৬ শতাংশে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে যুক্ত করে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দকৃত এই টাকার একটা বড় অংশই অবকাঠামোগত ব্যয় এবং বেতন ভাতা দিতে যাবে।
বক্তারা আরো বলেন, পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের ধারক ফ্যাসিবাদী আওয়ামী সরকার একদিকে সামরিক খাতে বরাদ্দ বাড়িয়ে চলছে, বৈদেশিক ঋণ নিয়ে উন্নয়নের নামে প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে, যা লুটপাটের ক্ষেত্র তৈরি করছে। একই সাথে জনগণের ঋণের বোঝা বাড়িয়ে চলেছে। উচ্চ শিক্ষায় নব্য উদারবাদী নীতি প্রণয়নের দ্বারা শিক্ষার বাণিজ্যিকীকরণকে তরান্বিত করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পুঁজির স্বার্থ রক্ষার্থে বিশ্বব্যাংক-আইএমএফের পরামর্শে আওয়ামী সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি সহ বিভিন্ন সেবা খাতে ভর্তুকি কমাচ্ছে। শিক্ষা নিয়ে সরকরের যে দর্শন সেটার প্রকাশ ঘটেছে বাজেটে। ক্রমাগত শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং বেসরকারীকরণের মধ্যে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার অধিকার হরণ করতে চায় সরকার।