ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ‘গণহত্যা’র বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন দলের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি।
তাহের বলেন, বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের সময় শেখ হাসিনা সরকার যে হত্যাকাণ্ড, নির্যাতন ও জুলুম চালিয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে ‘ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ নামে একটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা উচিত। তিনি এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতাও কামনা করেন।
তাহের আরও জানান, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে সরকারের ‘গণহত্যা’র কথা জাতিসংঘের প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে।
এছাড়া, জামায়াতের আমির শফিকুর রহমান ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে শত শত মানুষ গুম হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করবে এবং দায়ীদের আইনের আওতায় আনবে।
বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ‘গণহত্যা’র বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন দলের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি।
তাহের বলেন, বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের সময় শেখ হাসিনা সরকার যে হত্যাকাণ্ড, নির্যাতন ও জুলুম চালিয়েছে, তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সংশোধন করে ‘ক্রাইম অ্যাগেইনস্ট হিউম্যানিটি’ নামে একটি ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা উচিত। তিনি এ বিষয়ে জাতিসংঘের সহযোগিতাও কামনা করেন।
তাহের আরও জানান, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে সরকারের ‘গণহত্যা’র কথা জাতিসংঘের প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে।
এছাড়া, জামায়াতের আমির শফিকুর রহমান ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে এক বিবৃতিতে বলেন, ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের ১৫ বছরের শাসনামলে শত শত মানুষ গুম হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করবে এবং দায়ীদের আইনের আওতায় আনবে।