সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের অভিযোগে সাজা মওকুফ হওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ২ জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে এবং ১২ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশে আসেন।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইউএইতে বিক্ষোভে অংশ নেওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের পর আরব আমিরাত সরকার তাঁদের ক্ষমা করে দেয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানিয়েছেন, ক্ষমা পাওয়া ব্যক্তিদের ১২ জন আজ রাত ৮:৩০-এ এয়ার অ্যারাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪
সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের অভিযোগে সাজা মওকুফ হওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ দেশে ফিরেছেন। তাঁদের মধ্যে ২ জন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে এবং ১২ জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে দেশে আসেন।
গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইউএইতে বিক্ষোভে অংশ নেওয়া ৫৭ বাংলাদেশির মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগের পর আরব আমিরাত সরকার তাঁদের ক্ষমা করে দেয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানিয়েছেন, ক্ষমা পাওয়া ব্যক্তিদের ১২ জন আজ রাত ৮:৩০-এ এয়ার অ্যারাবিয়ার দুটি ভিন্ন ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাকি দুজন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।