ছাত্র-জনতার আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের মুখে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের রদবদল ও চাকরিচ্যুতির ধারাবাহিকতায় এবার সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত এআইজি দেবদাস ভট্টাচার্য, ডিআইজি এ কে এম হাফিজ আক্তার এবং ডিআইজি বশির আহম্মদ। এছাড়া ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শামীম অর রশীদ তালুকদার, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, আরআরএফের পুলিশ সুপার মীজানুর রহমান এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকিরও এই তালিকায় অন্তর্ভুক্ত।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর দেওয়া হয়েছে, যেখানে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই প্রজাতন্ত্রের কর্মচারীকে অবসর দিতে পারে। এ আইনে অবসরপ্রাপ্তরা কোনো আপিল করতে পারেন না, তবে তাদের পেনশনের সব সুযোগ-সুবিধা বহাল থাকবে।
অতিরিক্ত এআইজি দেবদাস ভট্টাচার্য এর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মীজানুর রহমান ছিলেন আলোচিত মুখ, যিনি নিজের পদোন্নতির দাবি করে ডিআইজি পদমর্যাদার ব্যাজ পরতেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়। এর আগে চট্টগ্রাম ও খুলনার পুলিশ কমিশনারসহ কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪
ছাত্র-জনতার আন্দোলনের সময় অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের মুখে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের রদবদল ও চাকরিচ্যুতির ধারাবাহিকতায় এবার সাত কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়। অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত এআইজি দেবদাস ভট্টাচার্য, ডিআইজি এ কে এম হাফিজ আক্তার এবং ডিআইজি বশির আহম্মদ। এছাড়া ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার শামীম অর রশীদ তালুকদার, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, আরআরএফের পুলিশ সুপার মীজানুর রহমান এবং ডিএমপির সহকারী পুলিশ সুপার মো. দাদন ফকিরও এই তালিকায় অন্তর্ভুক্ত।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এই কর্মকর্তাদের অবসর দেওয়া হয়েছে, যেখানে সরকার কোনো কারণ দর্শানো ছাড়াই প্রজাতন্ত্রের কর্মচারীকে অবসর দিতে পারে। এ আইনে অবসরপ্রাপ্তরা কোনো আপিল করতে পারেন না, তবে তাদের পেনশনের সব সুযোগ-সুবিধা বহাল থাকবে।
অতিরিক্ত এআইজি দেবদাস ভট্টাচার্য এর আগে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ এবং ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মীজানুর রহমান ছিলেন আলোচিত মুখ, যিনি নিজের পদোন্নতির দাবি করে ডিআইজি পদমর্যাদার ব্যাজ পরতেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে পুলিশ বাহিনীতে রদবদল শুরু হয়। এর আগে চট্টগ্রাম ও খুলনার পুলিশ কমিশনারসহ কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।