image

বেতন না দেওয়া ও চাঁদা দাবির অভিযোগে চ্যানেল আইয়ের পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বেতন পরিশোধ না করা ও চাঁদা দাবির অভিযোগে চ্যানেল আইয়ের পাঁচ পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সাবেক উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ এবং রিয়াজ আহম্মেদ খান। মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

ফারজানা ব্রাউনিয়ার দাবি, ২০১৪ সালে চ্যানেল আইয়ের বিপণন ব্যবস্থাপক (ইভেন্ট) হিসেবে যোগদান করেন এবং ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের উপস্থাপনা করেন। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে কথা বলায় তাকে কারণ দর্শানো ছাড়াই নিষিদ্ধ করা হয় এবং তার বেতন বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও অভিযোগ করেন, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত তার বকেয়া বেতন দাঁড়িয়েছে ৭১ লাখ টাকা, যা পরিশোধ করা হয়নি। এছাড়া, তার গাড়ি থামিয়ে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন তিনি।

চ্যানেল আই কর্তৃপক্ষ এ মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে।

‘নগর-মহানগর’ : আরও খবর

» মোহাম্মদপুরে ছুরিকাঘাতে মা ও মেয়েকে হত্যা

» রূপগঞ্জে নিজ বাড়িতে ডাকাতির নাটক, স্কুলপড়ুয়া ৩ কিশোর গ্রেপ্তার

» আগারগাঁওয়ে গ্যাসের আগুনে একই পরিবারের দগ্ধ ৭

সম্প্রতি