১২৪টি উদ্ভাবনী চিন্তা। সব কটি দেশের বিভিন্ন এলাকার তরুণদের। এসব উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি রূপান্তরের লক্ষ্যে আয়োজন করা হয় এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ বুটক্যাম্প। সেখানে তরুণেরা দেখিয়েছেন তাদের উদ্ভাবনী শক্তি।
বিশেষজ্ঞদের যাচাইবাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত হয় ১৩টি উদ্ভাবনী চিন্তা। বছর ব্যাপী এই আয়োজন শেষ হয়েছে আজ। সমাপনী দিনে তরুণদের পাঁচটি উদ্ভাবনী চিন্তাকে ৫০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হয়।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও একশনএইড বাংলাদেশ আয়োজিত ২০ তরুণ উদ্ভাবকের অংশগ্রহণে গতকাল সোমবার ঢাকা মিরপুরে আলোক ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী বুটক্যাম্পের আয়োজন হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গ্লোব্যাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিল এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স অ্যাসোসিয়েট বাংলাদেশ ফারাহ আনজুম, তারা ক্লাইমেট ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার সুহা তাবিল, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল লিভলিহুড সিএসআরএল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা।
আয়োজকরা জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয়ভাবে জ্বালানি সংকট হ্রাস, দেশের জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই জ্বালানিতে সবার প্রবেশগম্যতা নিশ্চিত করতে এমন আয়োজন। তরুণদের উদ্ভাবনী চিন্তাকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৩ সাল থেকে নিয়মিত এই এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ আয়োজিত হচ্ছে।
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
১২৪টি উদ্ভাবনী চিন্তা। সব কটি দেশের বিভিন্ন এলাকার তরুণদের। এসব উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে টেকসই জ্বালানি রূপান্তরের লক্ষ্যে আয়োজন করা হয় এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ বুটক্যাম্প। সেখানে তরুণেরা দেখিয়েছেন তাদের উদ্ভাবনী শক্তি।
বিশেষজ্ঞদের যাচাইবাছাইয়ের মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত হয় ১৩টি উদ্ভাবনী চিন্তা। বছর ব্যাপী এই আয়োজন শেষ হয়েছে আজ। সমাপনী দিনে তরুণদের পাঁচটি উদ্ভাবনী চিন্তাকে ৫০ হাজার টাকা করে ফেলোশিপ দেওয়া হয়।
পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও একশনএইড বাংলাদেশ আয়োজিত ২০ তরুণ উদ্ভাবকের অংশগ্রহণে গতকাল সোমবার ঢাকা মিরপুরে আলোক ট্রেনিং সেন্টারে তিন দিনব্যাপী বুটক্যাম্পের আয়োজন হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, গ্লোব্যাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস কাউন্সিল এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন্স অ্যাসোসিয়েট বাংলাদেশ ফারাহ আনজুম, তারা ক্লাইমেট ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার সুহা তাবিল, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল লিভলিহুড সিএসআরএল এর সাধারণ সম্পাদক জিয়াউল হক মুক্তা।
আয়োজকরা জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, স্থানীয়ভাবে জ্বালানি সংকট হ্রাস, দেশের জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিতকরণ, জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই জ্বালানিতে সবার প্রবেশগম্যতা নিশ্চিত করতে এমন আয়োজন। তরুণদের উদ্ভাবনী চিন্তাকে প্রণোদনা দেওয়ার মাধ্যমে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ২০২৩ সাল থেকে নিয়মিত এই এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ আয়োজিত হচ্ছে।